![নড়াইলে ডায়াবেটিস সচেতনতা দিবস পালিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/03/01/narail daibatic photo-01 (28.02.17)_64660.jpg)
নড়াইল, ০১ মার্চ, এবিনিউজ : নড়াইলে ডায়াবেটিস সচেতনা দিবস উপলক্ষে ফ্রি ডায়াবেটিস ক্যাম্প ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় শহরের মাছিমদিয়া করিম ডায়াবেটিক এ্যান্ড জেনারেল হসপিটালে এ ক্যাম্পের আয়োজন করা হয়।
নড়াইল ডায়াবেটিক সমিতির আয়োজনে সচেতনতামুলক আলোচনা সভায় নড়াইল ডায়াবেটিক সমিতির সভাপতি কাজী আঃ আলিমের সভাপতিত্বে বক্তৃতা করেন নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর , করিম ডায়াবেটিক এ্যান্ড জেনারেল হসপিটালের চিকিৎসক শ্যামল কৃষ্ণ সাহা, পারুল বালা দাস, আবুল হোসেন সিকদার, অ্যাডভোকেট মোঃ আলমগীর সিদ্দিকী প্রমুখ।
বক্তারা, ডায়াবেটিস প্রতিরোধে সচেতনার পাশাপাশি ডায়াবেটিস রোগে আক্রান্তদের নিয়ম মেনে জীবনযাপনের অনুরোধ জানান।
দিবসটি উপলক্ষে শতাধিক রোগীকে বিনামুল্যে ডায়াবেটিস পরীক্ষা ও চিকিৎসা সেবা দেয়া হয়। অনুষ্ঠানে ডায়াবেটিস সমিতির সদস্য, রোগীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
এবিএন/সৈয়দ খায়রুল আলম/জসিম/ইমরান