![খাগড়াছড়ির কলেজ ছাত্রীকে গলা কেটে হত্যা](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/03/01/khagrachari-ite-@„bmwhy_64676.jpg)
খাগড়াছড়ি , ০১ মার্চ , এবিনিউজ : খাগড়াছড়ি পার্বত্য জেলার সরকারি কলেজের ২য় বর্ষের ছাত্রী ইতি চাকমাকে(১৮) গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত সোমবার (২৭ফেব্রুয়ারি) দিবাগত রাত ৯টার দিকে শহরের আরামবাগ(শান্তিনগর) এলাকায় এ ঘটনা ঘটে।
ইতি চাকমা দীঘিনালা উপজেলার শনখোলাপাড়ার মৃত অন্ত্ররেন্দ্রীয় চাকমার মেয়ে। শহরের আরামবাগ এলাকায় দুলাভাইয়ের ভাড়া বাসায় থেকে লেখাপড়া করতো সে। ইতি চাকমা খাগড়াছড়ি সরকারী কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে ইতি চাকমা সবার ছোট। পুলিশ ইতি চাকমার লাশ উদ্ধার করেছে।
হত্যার প্রতিবাদে সরকারী কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের মেধাবী ছাত্রী ইতি চাকমার খুনিদের গ্রেফতারের দাবিতে গতকাল মঙ্গলবার সকালে বিক্ষোভ করেছে ওই কলেজের শতশত ছাত্র-ছাত্রী। বিক্ষোভটি কলেজ থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ করে খাগড়াছড়ি প্রেসক্লাব ঘুরে শহরের শাপলা চত্বরে প্রতিবাদ-সমাবেশ অনুষ্ঠিত হয়। পুলিশ জানিয়েছে, জড়িত যেই হোক তদন্ত করে আটকের চেষ্টা চলছে।
ইতির ভগিনীপতি অটল চাকমা জানান, ঘটনার সময় বাসায় একাই ছিলো ইতি। রাত সাড়ে ৯টার দিকে ঘরে ঢুকে দেখি দরজা খোলা এবং বিছানার ওপর ইতির গলাকাটা মরদেহ পড়ে আছে।
অটল চাকমা আরোও জানান, সে সোমবার রাত সাড়ে ৯টার দিকে বাসায় ঢুকে দেখে তার শালিকা ইতি চাকমার লাশ খাটের উপর পড়ে আছে। ইতি চাকমার বড় বোন স্কুল শিক্ষিকা জোনাকি চাকমা জানান, তিনি প্রতি শনিবার দীঘিনালায় যান এবং বৃহস্পতিবার খাগড়াছড়ি আসেন। তার অনুপস্থিতিতে দুলা ভাই ও শালিকা দু’জন বাসায় থাকতেন। খাগড়াছড়ি সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মুহাম্মদ আব্দুল হান্নান জানান, এটি পরিকল্পিত হত্যাকান্ড হতে পারে। ময়না তদন্তের জন্য মরদেহ খাগড়াছড়ি জেলা সদর আধুনিক হাসপাতালের মর্গে সম্পন্ন করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। এতে ইতি চাকমার হত্যাকান্ডে ব্যবহৃত দা সহ বেশ কিছু আলামত উদ্ধার হয়েছে। তবে তার ব্যবহৃত মোবাইল ফোনটি পাওয়া যায়নি। হত্যাকান্ডের কারণ জানা যায়নি।
এদিকে খাগড়াছড়ি সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ইতি চাকমা’র হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে খাগড়াছড়ি সরকারি কলেজের শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে খাগড়াছড়ি সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শাপলা চত¦রে শেষে মুক্ত মঞ্চে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
উৎপল ত্রিপুরার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিবেক চাকমা, নাই¤্রাচিং মারমা, পিসিপি’র কলেজ শাখার সাধারণ সম্পাদক জেসিন চাকমা, বাংলাদেশ ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম’র খাগড়াছড়ি সরকারী কলেজ শাখার তথ্য ও প্রচার সম্পাদক ধন কিশোর ত্রিপুরা, বাংলাদেশ মারমা স্টুডেস্ট কাউন্সিল-বিএমএসসি’র খাগড়াছড়ি কলেজ কমিটির সাধারণ সম্পাদক নিঅংগ্য মারমা, খাগড়াছড়ি সরকারি কলেজের বিএসএস অনার্স রাষ্ট্র বিজ্ঞান’র চুতুর্থ বর্ষের ছাত্র উৎপল ত্রিপুরা, ১ম বর্ষের ছাত্রী সীমা মারমা, পিসিপি’র কলেজ শাখার সহ-সভাপতি কনক চাকমা, হিল উইমেন্স ফেডারেশন’র সাধারণ সম্পাদক চৈতালী মারমা, বাংলাদেশ সমাজত্রান্ত্রিক ছাত্র ফ্রন্ট’র সদস্য অরিন্দ্রম কৃষ্ণ দে প্রমূখ।
বক্তারা ইতি চাকমা’র হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শান্তির দাবি জানান। আগামী ৭২ঘন্টার মধ্যে মেধাবী ছাত্রীর খুনের ঘটনা তদন্ত করে দোষীদের গ্রেফতারের দাবি জানান। অন্যথায় কঠিন কর্মসূচী ঘোষণার হুঁশিয়ার উচ্চারণ করেন। একই দাবিতে জেলার দীঘিনালায় বিক্ষোভ করেছে পাহাড়ি ছাত্র পরিষদ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা।
খাগড়াছড়ি শহরের আরামবাগ এলাকায় বাবুল নাগের বাসায় ভাড়া থাকেন অটল চাকমা। স্ত্রী জোনাকি চাকমা দীঘিনালা উপজেলার বানছড়া আনন্দময় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। তাদের সাথে থাকতেন ইতি চাকমা।
এ দিকে খবর পেয়ে দ্রুত পুলিশ সুপার মো. মজিদ আলী ও অতিরিক্ত পুলিশ সুপার এমএম সালাহউদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এবিএন/চাইথোয়াই মারমা/জসিম/নির্ঝর