![খাগড়াছড়ি কলেজ ছাত্রী হত্যার সাথে জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/03/01/khagrachari-itprotest@abnew_64681.jpg)
খাগড়াছড়ি , ০১ মার্চ , এবিনিউজ : খাগড়াছড়ি পার্বত্য জেলার সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ইতি চাকমাকে হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দীঘিনালায় তাৎক্ষনিকভাবে বিক্ষোভ মিছিল করেছে হিল উইমেন্স ফেডারেশন-এর দীঘিনালা উপজেলাশাখা। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি দীঘিনালা সদরের বাবুপাড়া থেকে শুরু হয়ে দীঘিনালা বাজারের গাড়ি স্টেশন প্রদক্ষিণ করে আবার বাবুপাড়ায় এসে শেষ হয়। মিছিলে হাতের লেখা পোষ্টার ও স্লোগানে ইতি চাকমার হত্যাকারীদের গ্রেফতার-বিচারসহ বিভিন্ন দাবি উত্থাপন কর াহয়।
নিন্দা ও প্রতিবাদ জানিয়েবিবৃতি:
এদিকে হিল উইমেন্স ফেডারেশনের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি দ্বিতীয়া চাকমা ও সাধারণ সম্পাদক চৈতালি চাকমা সংবাদ মাধ্যমে দেয়া এক বিবৃতিতে কলেজ ছাত্রী ইতি চাকমাকে গলা কেটে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, কলেজ ছাত্রী ইতি চাকমাকে হত্যার ঘটনা পার্বত্য চট্টগ্রামে এ যাবত সংঘটিত নারীধর্ষণ, হত্যা, নির্যাতনের ঘটনারই ধারাবাহিক রূপ।অতীতে সংঘটিত কল্পনা চাকমা অপহরণসহ ধর্ষণ, হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তিনা হওয়ায় অপরাধীরা এ ধরনের নৃশংস ঘটনা সংঘটিত করতে অতি উৎসাহী হয়ে উঠেছে। ফলে এ ধরনের ঘটনা বাড়ছে বৈ কমছে না।
বিবৃতিতে তারা অবিলম্বে ইতি চাকমাকে হত্যার সাথে জড়িতদের খুঁজে বেরকরে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, গতকাল সোমবার(২৭ ফেব্রুয়ারি) রাতে খাগড়াছড়ি পৌরসভার শান্তিনগর এলাকার আরামবাগ নামক স্থানে একটি ভাড়া বাসায় ঢুকে খাগড়াছড়ি সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ইতি চাকমাকে দৃর্বৃত্তরা গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। পুলিশ এখনো হত্যাকারীদের গ্রেফতার করতে পারেনি। হিল উইমেন্স ফেডারেশন খাগড়াছড়ি জেলা শাখা দপ্তর সম্পাদক জুঁই চাকমা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
অপরদিকে খাগড়াছড়ি সরকারি কলেজের ছাত্রী ইতি চাকমার হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)-এর খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক অমল ত্রিপুরা গতকাল মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি ২০১৭) সংবাদ মাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে গতকাল সোমবার রাতে খাগড়াছড়ি পৌরসভার আরামবাগে খাগড়াছড়ি সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ইতি চাকমাকে গলা কেটে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং হত্যাকারীদের খুঁজে বের করে গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।
উক্ত ঘটনাকে পরিকল্পিত উল্লেখ করে তিনি বলেন, খাগড়াছড়ি পৌরসভার মধ্যে পাহাড়ি কলেজ ছাত্রীকে গলা কেটে হত্যার ঘটনায় যারাই জড়িত থাকুক তাদেরকে খুঁজে বের করা প্রশাসনের দায়িত্ব। কিন্তু এখনো পর্যন্ত প্রশাসন হত্যাকারীদের গ্রেফতার করতে পারেনি। বিবৃতিতে তিনি এই হত্যাকা-ের পেছনে কোন রহস্য থাকলে তা তদন্ত সাপেক্ষে উন্মোচনের জন্য ও সরকারের প্রতি দাবি জানান।
বিবৃতিতে পিসিপি নেতা আরো বলেন, বর্তমান সরকার দেশের নারীসহ সাধারণ মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। শিক্ষার্থীসহ সাধারণ জনগণের উপর প্রতিনিয়ত নির্যাতন, গুম, খুন, অপহরণ, হত্যা ও নারী নির্যাতন-ধষর্ণের মত ঘটনা ঘটছে। কল্পনা চাকমা অপহরণসহ এসব ঘটনায় জড়িত অপরাধীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়ায় নারী ধর্ষণ, হত্যা, নির্যাতনের ঘটনা বেড়ে যাচ্ছে।
নেতৃবৃন্দ অবিলম্বে ইতি চাকমা হত্যার ঘটনা সুষ্ঠু তদন্ত, হত্যাকারীদের চিহ্নিত করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাহাড়ি ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখা দপ্তর সম্পাদক সমর চাকমা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এবিএন/চাইথোয়াই মারমা/জসিম/নির্ঝর