শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

হিল উইমেন্স ফেডারেশনের ২য় কাউন্সিল সম্পন্ন

হিল উইমেন্স ফেডারেশনের ২য় কাউন্সিল সম্পন্ন

খাগড়াছড়ি , ০১ মার্চ , এবিনিউজ : খাগড়াছড়ি পার্বত্য জেলার “নারীর প্রতি যৌন সহিংসতা সহ সকল ধরনের নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার হোন” অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে এগিয়ে আসুন- এই শ্লোগানকে সামনে রেখে গতকাল মঙ্গলবার (২৮ফেব্রুয়ারি’১৭) সকাল ১১টায় মহালছড়ি সদরে হিল উইমেন্স ফেডারেশন মহালছড়ি থানা শাখার ২য় কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।

মহালছড়ি থানা শাখার সাধারণ সম্পাদক প্রেরণা চাকমা’র সঞ্চালনায় সুজাতা চাকমা’র সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, সাংগঠনিক সম্পাদক রিংকি চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সংগ্রামী সভাপতি নিরুপা চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদ কেন্দ্রীয় সদস্য তপন চাকমা, ইউপিডিএফ প্রতিনিধি দর্শন চাকমা। গণতান্ত্রিক যুব ফোরাম মহালছড়ি থানা’র সাধারণ সম্পাদক নিদর্শন খীসা, বিশিষ্ট সমাজসেবক যমূনারঞ্জন চাকমা, মহালছড়ি সদর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সদস্য তান্টু মনি চাকমা, ধুরপুজ্জ্যেনাল কার্বারী দৈবরঞ্জন চাকমা প্রমূখ।

নিরুপা চাকমা কাউন্সিলের গুরুত্ব তুলে ধরে বলেন, শাসকশ্রেণীর নিপীড়নের বিরুদ্ধে আমাদের মোবাবিলা করতে হবে। পর্যটনের নামে পাহাড়ি নারীদের পণ্য বানানো হচ্ছে, ধর্ষণের শিকার হচ্ছে প্রতিনিয়ত। যে উন্নয়ন- অধিকার ও বাসত ভিটা কেড়ে নেয়, নারীদের বেশ্যা বানায় সে উন্নয়ন আমাদের প্রয়োজন নেই। চলতি বছরে রামগড়ে অন্তত ০৩জন নারী ধর্ষণের শিকার হয়েছে। যারা যোগ্যতা অর্জন করবে তারাই টিকে থাকবে।

দর্শন চাকমা বলেন, গণতন্ত্রকে বলি দিয়ে সরকার ফ্যাসিস্ট রুপ ধারণ করেছে। ফ্যামিলি প্ল্যানিং এর মাধ্যমে পাহাড়িদের সংখ্যালঘুতে পরিণত করার সুদূরপ্রসারি নীলনক্সা তৈরি করেছে বহু আগে। হিল উইমেন্স ফেডারেশন যেভাবে নারী অধিকারের পাশাপাশি জাতীয় মুক্তি সংগ্রামে নিবেদিত রয়েছে সেভাবে মা-বোনদের এগিয়ে আসার আহ্বান জানায়।

বক্তারা বলেন, আমাদের দেশে নারী অধিকারের কথা বলা থাকলেও নির্যাতনের মাত্রা এখনো হ্রাস পায়নি। সম্প্রতি কলেজ ছাত্রী ইতি চাকমা’র হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও আশঙ্কা প্রকাশ করে বলেন, বিচারহীনতার কারণে পার্বত্য চট্টগ্রামে নারী নির্যাতনের ঘটনা আরো বাড়বে। সর্বক্ষেত্রে অবদান রাখতে নারীদের অগ্রাধিকার প্রতিষ্ঠায় সমাজের সচেতন মহলকে এগিয়ে আসার আহ্বান জানান।

এছাড়া তিনি কলেজ ছাত্রী ইতি চাকমা হত্যা ঘটনার তীব্র প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানান।

পরে সর্বসম্মতিক্রমে সভাপতি সুজাতা চাকমা, সাধারণ সম্পাদক পিপি চাকমা ও ইতা চাকমাকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ১১সদস্য কমিটি ঘোষণা করা হয়। হিল উইমেন্স ফেডারেশন খাগড়াছড়ি জেলা শাখা দপ্তর সম্পাদক জুঁই চাকমা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এবিএন/চাইথোয়াই মারমা/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত