![মাদারীপুরে চলছে ৩য় দিনের পরিবহন ধর্মঘট](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/03/02/aborodh_64896.jpg)
মাদারীপুর, ০২ মার্চ, এবিনিউজ : মাদারীপুরে জেলা সড়ক পরিবহন ইউনিয়নের ডাকা অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট ৩য় দিনেও চলতে থাকায় অসহায় হয়ে পড়েছে সাধারন যাত্রীরা।
পুলিশ প্রশাসন ঘটনাস্থলে থাকলেও মহাসড়কে বিভিন্ন ভাবে টায়ার দিয়ে আগুন জালিয়ে কোন প্রকার দুরপাল্লা পরিবহন গাড়ী চলতে না দেয়ায় জনমনে ছড়িয়ে পড়ছে আতঙ্ক। চাকুরীজীবী, ছাত্র-ছাত্রীসহ ও দুর-দুরান্তের গন্তব্য স্থানে পৌছাতে অনেক কষ্ট হচ্ছে। কেউ তেমন গাড়ী না পেয়ে বাড়ী ফিরে যাচ্ছে। এই ধর্মঘটের কারনে বরিশাল, খুলনা, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের সাথে বন্ধ রয়েছে সড়ক পথে সব ধরনের যোগাযোগ ব্যবস্থা।
গত সোমবার ভোর ৬টা থেকে ঢাকা-বরিশাল মহাসড়কের সদর উপজেলার মস্তফাপুর ও পুরাতন বাসস্ট্যান্ডে সড়কের উপর টায়ার জ¦ালিয়ে ও লোহার পাইপ, গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ এখনো করছে শ্রমিকরা। যা আজও মহাসড়কের বিভিন্ন স্থানে আরও কঠোরভাবে চলছে। পুলিশ প্রশাসন নির্ভিকার। সরকারের হস্তক্ষেপ কামনা করছে সাধারন জনগন।
এবিএন/সাব্বির হোসাইন আজিজ/জসিম/ইমরান