![নড়াইলে পাগলা বানরের কামড়ে ১০ জন আহত : বানরকে কুপিয়ে হত্যা](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/03/02/narail-lohagara@abnews24_65011.jpg)
নড়াইল, ০২ মার্চ, এবিনিউজ : নড়াইলের লোহাগড়ায় বানরের কামড়ে অন্তত ১০ জন আহত হয়েছে। আহতরা লোহাগড়া, ও খুলনা হাসপাতালে চিকিৎসাধীন। পরে ক্ষুব্ধ হয়ে স্থানীয়রা আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে বানরটিকে কুপিয়ে হত্যা করেছে।
জানা গেছে, লোহাগড়ার লক্ষীপাশায় গতকাল বুধবার বিকালে একটি বানরের আবির্ভাব হয়। বানরটি পথচারিদের কামড়ে জখম করে দেয়। আহতদের মধ্যে রয়েছে লক্ষীপাশা গ্রামের মিরাজ ফকির(৪৫), বাকা গ্রামের ফুল মিয়া(৬০), সেলিম(৬০), নিরব(০৫), সাগর(৪৫), জহুর মোল্যা(৫০), শুকুমার বিশ্বাস(৬৫) সহ অজ্ঞাত কয়েকজন।আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে লক্ষীপাশা আদর্শ বিদ্যালয় এর সামনে বানরটি দেখতে পেয়ে স্থানীয় লোকজন বানরটিকে ধাওয়া করলে বানরটি নবগঙ্গা নদীতে লাফ দেয়। পরে স্থানীয়রা নদীর মাঝখান থেকে বানরটিকে কুপিয়ে মারতে সক্ষম হয়। লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার মো. সেলিম রেজা এ বিষয়ে বলেন, অনেককে বানরে কামড়ে জখম করায় হাসপাতালে ভর্তি করতে হয়েছে।
এবিএন/সৈয়দ খায়রূল আলম/জসিম/স্বপ্না