![নড়াইলে পুলিশ মোমোয়িয়াল ডে পালিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/03/02/narail-memorial-day-photo-0_65039.jpg)
নড়াইল, ০২ মার্চ, এবিনিউজ : নড়াইলে পুলিশ মোমোয়িয়াল ডে পালিত হয়েছে। গতকাল বুধবার নড়াইল পুলিশ লাইন দরবার হলে পুলিশ সুপার সরদার রকিবুল ইসলামের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম, সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন প্রমূখ। নড়াইল জেলা পুলিশের আয়োজনে দায়ীত্ব পালনরত অবস্থায় বিভিন্ন দূর্ঘটনায় নিহত পুলিশ সদস্যদের সম্মাননার আয়োজন করা হয়।
জানা গেছে, ১৯৭৬ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় কর্মরত অবস্থায় মৃত্যুবরনকারী নড়াইলের ১১জন পুলিশ সদস্যের পরিবারকে এ সম্মাননা প্রদান করা হয়। এর আগে নড়াইল পুলিশ লাইন মাঠে নির্মিত শহিদ স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন অতিথিবৃন্দ। এসময় বিভিন্ন শ্রেনীপেশার লোকজন উপস্থিত ছিলেন।
এবিএন/সৈয়দ খায়রূল আলম/জসিম/রাজ্জাক