![নড়াইলে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে একই পরিবারের ৪ জন গুরুতর আহত](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/03/04/chapati@„bmwhy_65191.jpg)
নড়াইল , ০৪ মার্চ , এবিনিউজ : নড়াইলের লোহাগড়ার চরমঙ্গলহাটা গ্রামে দুর্বৃত্তদের হামলায় পল্লী চিকিৎসকসহ একই পরিবারের চার জন গুরুতর আহত হয়েছেন । আহতদের লোহাগড়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে । গত বৃহস্পতিবার (২মার্চ) রাত ১ টার দিকে এ হামলার ঘটনা ঘটে ।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার মল্লিকপুর ইউনিয়নের চর মঙ্গলহাঁটা গ্রামের পল্লী চিকিৎসক রফিকুল ইসলামের বাড়ীর লোহার গেটের তালা ভেঙ্গে ৩/৪ জনের একদল দুর্বৃত্ত ঘরে প্রবেশ করে। দুর্বৃত্তদের উপস্থিতি টের পেয়ে রফিকুল ইসলাম ঘরের দরজা খুলে বের হওয়া মাত্রই দুর্বৃত্তরা রফিকুল (৪৪)কে ছ্যানদা দিয়ে এলোপাথাড়িভাবে কুপিয়ে আহত করে। এ সময় ঠেকাতে গেলে দুর্বৃত্তরা রফিকুলে স্ত্রী রিমা খানম (৩৫) ছেলে অনিক(১৮) এবং মেয়ে ঋতু খানম(১৪) কে কুপিয়ে গুরুতর আহত করে । তাদের চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায় । এলাকাবাসী আহতদের উদ্ধার করে প্রথমে লোহাগড়া হাসপাতালে ভর্তি করে। তাদের অবস্থার অবনতি হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। খুলনায় অবস্থার আরও অবনতি হওয়ায় গতকাল শুক্রবার(৩মার্চ) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
রফিকুলে স্ত্রী রিমা খানম সাংবাদিকদের জানান, পুর্ব শত্রুতার জের ধরে কয়েকমাস আগেও আমার স্বামীকে কুপিয়ে রক্তাক্ত যখম করা হয়েছিল। শরীরের সে ক্ষত না শুকাতেই এখন পরিকল্পিতভাবে পরিবারের সকল সদস্যদের হত্যার উদ্দেশ্যে ওই মামলার আসামীরা ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে এ হামলার ঘটাতে পারে বলে আমার ধারনা। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার বেশ কয়েকজন জানান রফিক ডাক্তারের স্ত্রীর সাথে কাশিয়ানী উপজেলার চরভাটপাড়া গ্রামের খসরুজ্জামানে সাথে দির্ঘ্য দিন ধরে পরকিয়ার সম্পর্ক রয়েছে। সে সম্পর্কের জের ধরে তাদের মধ্যে প্রায় বাক বিতন্ডা ও ঝগড়া-বিবাদ শোনা যেত। আর সে কারনেই এই ঘটনা ঘটতে পারে। রফিকুলের স্ত্রী রিমা’র পিত্রালয় ও ধৃত রবিউল এর বাড়ি এবং খসরুজ্জামান ও অপর ধৃত আসামী নজরুল শেখ’র বাড়ি পৃথক দুটি একই স্থানে।
রক্তমাখা অবস্থায় দুর্বৃত্তরা নবগঙ্গা নদী পার হয়ে পালিয়ে যাওয়ার সময় রাত ৩টার দিকে খলিশাখালী গ্রামের মান্নান মোল্যার ছেলে হাসান মোল্যা ও জলিল মোল্যার স্ত্রী আম্বিয়াসহ লোকজন তাদের গায়ে রক্তমাখা জামাকাপড় দেখতে পেয়ে সন্দেহ করে দুইজনকে ধাওয়া করে দাবড়িয়ে ধরে গনধোলাই দেয়। ধৃতরা হলো, কাশিয়ানী উপজেলার মহেশপুর গ্রামের ইসরাফিল শেখের ছেলে নজরুল শেখ (৪০) ও লোহাগড়া উপজেলার মঙ্গলহাটা গ্রামের মৃত কুটিমিয়া শেখের ছেলে রবিউল শেখ (৩৮)। পরে তাদের লোহাগড়া থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম জানান, হত্যার উদ্দেশ্যে পল্লী চিকিৎসকসহ তার পরিবারের সদস্যদের ওপর হামলা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এবিএন/মো. জাহাঙ্গীর শেখ/জসিম/নির্ঝর