![কোম্পানীগঞ্জে গ্রামবাসী-পুলিশ সংঘর্ষ: নিহত ২](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/03/04/syle@abnews_65273.jpg)
সিলেট, ০৪ মার্চ, এবিনিউজ : সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় গতকাল শুক্রবার গ্রামবাসীর সঙ্গে পুলিশের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মফিজ মিয়া (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশসহ বেশ কয়েকজন আহত।
পুলিশ ও গ্রামবাসী বলছেন, গতকাল দিবাগত রাত তিনটার দিকে মোস্তফানগর গ্রামের জিলু মিয়ার (৫৫) বাড়িতে কয়েকজন দুর্বৃত্ত গরু চুরির উদ্দেশে ঢোকে। তাদের বাধা দেন জিলু মিয়া। এ সময় জিলু মিয়াকে ছুরিকাঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এলাকাবাসী সোনাই মিয়া নামের এক ব্যক্তিকে আটকে বেঁধে ফেলে। অন্যরা পালিয়ে যায়।
সকাল নয়টার দিকে কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রকিবের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় সোনাই মিয়াকে পুলিশে সোপর্দ করা নিয়ে গ্রামবাসীদের দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়।
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমার ভাষ্য, গ্রামবাসীর এক পক্ষ সোনাইকে গণপিটুনি দিয়ে শাস্তি দিতে চায় এবং অন্য পক্ষ পুলিশে সোপর্দ করতে চায়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় গ্রামবাসীর। এতে মফিজ মিয়া নিহত হন।
এবিএন/মমিন/জসিম