বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • গোসাইরহাটে মেঘনা নদী থেকে ৩ মাটি কাটা শ্রমিকের মরদেহ উদ্ধার

গোসাইরহাটে মেঘনা নদী থেকে ৩ মাটি কাটা শ্রমিকের মরদেহ উদ্ধার

গোসাইরহাটে মেঘনা নদী থেকে ৩ মাটি কাটা শ্রমিকের মরদেহ উদ্ধার

শরীয়তপুর, ০৪ মার্চ, এবিনিউজ : শরীয়তপুরের গোসাইরহাটের কুচাইপট্রি ও নলমুড়ি ইউনিয়নের সীমানায় মেঘনা নদী থেকে তিন জন মাটি কাটা শ্রমিকের ভাসমান গলিত মরদেহ উদ্ধার করেছে গোসাইরহাট থানা পুলিশ। নিহত শ্রমিকদের মধ্যে দুই জনের পরিচয় শনাক্ত করা গেলেও বাকি এক জনের পরিচয় জানা যায়নি।

গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদ বলেন, গত ২৮ ফেব্রুয়ারী রাতে মাটি কাটা শ্রমিকরা ট্রলার নিয়ে গোসাইরহাটের কুচাইপট্রি আনুয়াকাঠি এলাকায় মাটি কাটতে গেলে স্থানীয় লোকজন তাদের ধাওয়া করে। আমরা খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে সেখান থেকে ২৪জন শ্রমিকসহ একটি ট্রলার আটক করি। পরে শ্রমিকদের কাছ থেকে মুসলেকা রেখে তাদের ছেড়ে দেয়া হয়। আটকের ঘটনায়ওই দিন একটি সাধারন ডায়েরী করা হয়েছে। সেদিন কোন শ্রমিক নিখোঁজ হয়েছে মর্মে কেউ মৌখিক বা লিখিত ভাবে অভিযোগ করেনি। লাশ উদ্ধার হওয়ার পর তাদের আত্মীয় স্বজনরা এসে সনাক্ত করার পর মাটিকাটা শ্রমিক নিখোঁজের বিষয়টি যানতে পারি। এ বিষয় অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে। লাশের ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ছাড়াও পাঁচকাঠি চরের থেকে আরো একজন অজ্ঞাত যুবকের লাশ উদ্ধা করা হয়েছে।

এবিএন/নজরল ইসলাম/মমিন/জসিম

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত