নড়াইল, ০৪ মার্চ, এবিনিউজ : নড়াইলে খালেদা জিয়ার বিরুদ্ধে করা মামলার বাদীকে হুমকির অভিযোগে কালিয়া উপজেলার নড়াগাতী থানায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। জেলা পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য কালিয়ার চাপাইল গ্রামের মো. রায়হান ফারুকী আজ শনিবার দুপুরে এ জিডি করেন।
থানা সূত্র জানায়, তিনি জিডিতে উল্লেখ করেছেন বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধা নিয়ে কটূক্তি করায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে ২০১৫ সালের ২৪ ডিসেম্বর নড়াইলে আদালতে মামলা করেন। এ কারণে নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম ও তাঁর লোকজন তাঁকে হুমকি দিচ্ছেন। বর্তমানে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। ওই মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
বিশ্বাস জাহাঙ্গীর জানান, আমি তাঁকে চিনিও না। এ কোন ধরণের মিথ্যাচার ?
নড়াগাতী থানা ওসি মো. মাহবুবুর রহমান জিডি হওয়ার কথা স্বীকার করে বলেন, এর তদন্তের জন্য আদালতের অনুমতি প্রার্থনা করব। অনুমতি পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেব।
এবিএন/সৈয়দ খায়রূল আলম/মমিন/জসিম