![লোহাগড়ায় মাদকসেবীকে ছয়মাসের কারাদন্ডাদেশ](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/03/04/abnews24_61694_65354.jpg)
নড়াইল, ০৪ মার্চ, এবিনিউজ : নড়াইলের লোহাগড়ায় মাদকসেবী শরিফুল মোল্যাকে (২৫) ছয়মাসের কারাদন্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৪ মার্চ) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা এ আদেশ দেন। শরিফুল লোহাগড়া পৌর এলাকার ব্যাপারিপাড়ার বাবু মোল্যার ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শনিবার ভোরে বাড়ি থেকে এক পুরিয়া গাজাসহ শরিফুলকে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ছয়মাসের কারাদন্ড দেন।
এবিএন/সৈয়দ খায়রূল আলম/মমিন/জসিম