![নড়াইলে চাচীকে শ্লীলতাহানির অভিযোগ ভাসুরপুত্র গ্রেফতার](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/03/05/basur_65435.jpg)
নড়াইল, ০৫ মার্চ, এবিনিউজ : নড়াইলের স্কুল পড়ুয়া শিশু এবং কলেজ ছাত্রের বিরুদ্ধে চাচীকে শ্লীলতাহানির অভিযোগ এনেছেন আপন চাচা। পাশাপাশি লুটের ঘটনা দেখিয়ে ৩ ভাতিজার সঙ্গে ভাবীকেও আসামি করেছেন তিনি।
এদিকে কারসাজিতে অপ্রাপ্ত বয়স্কদের প্রকৃত বয়স আড়াল করে বাড়িয়ে উপস্থাপনের অভিযোগ উঠেছে। এ ঘটনার শিকার নড়াইলের দাদনতলা গ্রামের আসামী শিশু তাজিম ফকির ওরফে রাহিমুল জেল হাজতে রয়েছে।
এ নিয়ে এলাকার মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন। গত ২৭ ফেব্রুয়ারি চাচা সেলিম ফকিরের দায়ের করা ওই মামলায় শিশু তাজিম ফকিরকে গ্রেফতার করে জলহাজতে পাঠিয়েছে পুলিশ।
অভিযোগে জানা যায়, কালিয়া উপজেলার চাঁচুড়ী পুরুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র নাইম ফকির, শিশু তাজিম ফকির ও নড়াইলের লোহাগড়া সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের ২য় বর্ষের ছাত্র সুমন ফকিরের বিরুদ্ধে কথিত শ্লীলতাহানির মামলা করেছেন তার চাচা সেলিম ফকির।
একই মামলায় লুটের ঘটনা দেখিয়ে সেলিম ফকিরের বড় ভাই জাহাঙ্গীর ফকিরের স্ত্রী সুফিনা খাতুনকেও আসামি করা হয়। তবে এজাহারে সাড়ে ১৩ বছরের নাইম ফকিরের বয়স ১৭ বছর এবং ১৬ বছরের তাজিম ফকির বয়স ১৮ বছর উল্লেখ করা হয়েছে।
স্থানীয়রা জানান, পারিবারিক বিরোধকে কেন্দ্র করে কথিত শ্লীলতাহানি ও লুটের অভিযোগ এনে থানায় ভাতিজা ও তাদের মাকে আসামি করে মামলা দায়ের করেছেন চাচা সেলিম ফকির। স্কুল ও কলেজ পড়ুয়া ছাত্রসহ দুই শিশুকে আসামী করায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছেন।
অপ্রাপ্ত বয়সে মামলার আসামি হওয়ায় এবং কারাভোগের কারণে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করেছেন মনোরোগ বিশেষজ্ঞরা। বাদী সেলিম ফকিরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘তার ভাতিজারা নেশাগ্রস্ত হয়ে বসত বাড়িতে ভাংচুর ও লুটপাট করে। তার স্ত্রীকে শ্লীলতাহানির চেষ্টা করে। তাই তাদের বিরুদ্ধে মামলা করেছেন।’
মামলার এজাহারে আসামীদের প্রকৃত বয়স গোপন করার বিষয়ে প্রশ্ন করলে তিনি সদোত্তর দিতে পারেননি। প্রাথমিক তদন্ত ছাড়াই দুই শিশুকে এজাহারভুক্ত আসামি করার ব্যাপারে নড়াইলের কালিয়া থানার ওসি শেখ গণি মিয়া বলেন,‘ বসত বাড়িতে বেআইনীভাবে প্রবেশ করে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত করা ও লুটপাটের ঘটনায় একটি মামলা দায়ের করেছেন আসামীদের চদায়েরকৃত মামলার এজাহারে যদি কোনো আসামি শিশু হয়ে থাকে তাহলে তার বিরুদ্ধে শিশু আইনে ব্যবস্থা নেয়া হবে।’
এবিএন/জাহাংগীর হোসেন/জসিম/ইমরান