![সিরাজদিখানে অবৈধ বালু উত্তোলনের দায়ে ২ জনের কারাদন্ড](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/03/05/karadando@abnews24_65482.jpg)
মুন্সিগঞ্জ, ০৫ ফেব্রুয়ারি, এবনিউজ : মুন্সিগঞ্জের সিরাজদিখানে ভ্রাম্যমাণ আদালত অবৈধ ভাবে ধলেশ্বরী নদীর ভুগর্ভ হতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বাসাইল ইউনিয়নের পলাশপুর গ্রামের দিলবর হোসেনের ছেলে মো.শরিফ(২৮) ও মৃত আব্দুল মালেকের ছেলে আব্দূল হালিম(৪৪) নামে ২ জনকে ১ বছর করে জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল শনিবার বিকালে সারে ৫টায় উপজেলার বাসাইল ইউনিয়নের পলাশপুর এলাকায় ধলেশ্বরী নদীতে অভিযান চালিয়ে উপজেলা ইউএনও তানবীর মোহাম্মদ আজিম এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
এ সময় তাঁর সাথে ছিলেন সিরাজদিখান থানা পুলিশ ও জেলা রিজার্ভ পুলিশের একটি দল। নির্বাহী ম্যাজিষ্ট্রেট তানবীর মোহাম্মদ আজিম জানান,কিছু অসাধু ভুমিদস্যুরা অবৈধ ভাবে নদীর ভুগর্ভ হতে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুজনকে ১ বছর করে এ কারা দন্ড দেওয়া হয়েছে।
এবিএন/আতিকুর রহমান টিপু/জসিম/রাজ্জাক