![শ্রীনগরে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/03/06/1470464455@„bmwhy_65564.jpg)
মুন্সিগঞ্জ , ০৬ মার্চ , এবিনিউজ : শ্রীনগরের উপজেলার কোলাপাড়া ইউনিয়ন থেকে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফফতার করা হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ৯টার দিকে মাদক মামলার এই পলাতক আসামীকে গ্রেফতার করে পুলিশ। সে উত্তর কোলাপাড়া গ্রামের আইয়ুব আলীর ছেলে।শ্রীনগর থানার এএসআই সুমন জানান, গোপণ সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রোববার কোলাপাড়া থেকে মীর হোসেনকে (৩৫) গ্রেফতার করা হয়। আদালত তাকে ২০১৩ সালের ২৪ মে মাদক মামলায় ৬ মাসের সাজাপ্রদান করে। মামলায় সাজা হওয়ার পর থেকে আসামী পলাতক ছিল। এরপর আদালত তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানী জারি করেন।
এবিএন/ আতিকুর রহমান টিপু/জসিম/নির্ঝর