![মেহেরপুরে দুইজনকে গলা কেটে হত্যা](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/03/06/meherpur_65559_65645.jpg)
মেহেরপুর, ০৬ মার্চ, এবিনিউজ : মেহেরপুর সদর উপজেলার এক গ্রামের দুই ব্যক্তির গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায় তাদের আগের রাতে অপহরণ করা হয়েছিল। নিহতরা হলেন- পিরোজপুর ইউনিয়নের কাঁঠালপোতা গ্রামের আব্দুল মজিদ (৪৫) ও আশাদুর ইসলাম (৪০)।
আজ সোমবার দুপুরে ওই এলাকার ভেদাগাড়ি মাঠ থেকে পুলিশ তাদের লাশ উদ্ধার করে বলে মেহেরপুর সদর থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানান।
তিনি জানান, এরা দুইজন একসময় চরমপন্থি একটি দলের সঙ্গে যুক্ত ছিল। দল থেকে সরে আসার কারণে তাদের অপহরণ করে হত্যার পর মাঠে লাশ ফেলে গেছে বলে প্রাথমিকভাবে আমরা ধারণা করছি। এই হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে পুলিশ অভিযানে নেমেছে বলেও জানান ওসি।
নিহতদের স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, মজিদ ও আশাদুর রোববার গ্রামের একটি চায়ের দোকানে বসে গল্প করার সময় রাত ১১টার দিকে কয়েকজন মুখোশধারী এসে অস্ত্রের মুখে তাদের অপহরণ করে নিয়ে যায়।
পরে সোমবার দুপুরে ভেদাগাড়ি মাঠের পাশে নদীর ধারে তাদের গলা কাটা লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। তাদের লাশ মেহেরপুর সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন ওসি।
এবিএন/মমিন/জসিম