শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • বরগুনায় সিটিজেন জার্ণালিস্ট কনফারেন্স ২০১৭ অনুষ্ঠিত

বরগুনায় সিটিজেন জার্ণালিস্ট কনফারেন্স ২০১৭ অনুষ্ঠিত

বরগুনায় সিটিজেন জার্ণালিস্ট কনফারেন্স ২০১৭ অনুষ্ঠিত

বরগুনা, ০৬ মার্চ, এবিনিউজ : বরগুনায় নাগরিক সমস্যা সমাধানে গঠিত সিটিজেন জার্ণালিস্ট কনফারেন্স ২০১৭ অনুষ্ঠিত হয়েছে। বরগুনা জেলা প্রশাসন ও সিটিজেন জার্নালিস্ট ফেসবুক গ্রুপ এর আয়োজনে আজ সোমবার সকাল ১০টায় অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি বরগুনা জেলা প্রশাসক ড. মহা বশিরুল আলম।

বরগুনা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পুলিশ সুপার বিজয় বসাক পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নুরুজ্জামান, লোকো বেতারের নির্বাহী পরিচালক মনির হোসেন কামাল, পাথরঘাটা উপজেলা ভাইস চেয়ারম্যান ফাতিমা পারভিন প্রমূখ।অনুষ্ঠানে অন্যন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, বরগুনা মুক্তিযোদ্ধা জেলা কমান্ডার আ. রশিদ, জাগো নারীর নির্বাহী পরিচালক হোসনেয়ারা হাসী, আইনজীবী, সাংবাদিক ও জন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

গত প্রায় ৪মাস পূর্বে বরগুনার নাগরিক সমস্যা সমাধানে জেলা প্রশাসনের পক্ষথেকে সিটিজেন ভয়েস বরগুনা নামক ফেসবুক আইডি খোলা হয়। এই আইডির মাধ্যমে নাগরিকদের দেয়া জনগুরুত্বপূর্ন পোস্টগুলো দেখে বরগুনার প্রশাসন এ যাবত প্রায় শতাধিক নাগরিক সমস্যার সমাধান করেছেন।অনুষ্ঠানে সিটিজেন ভয়েস বরগুনার প্রায় কয়েক শতাধিক নারী পুরুষ অংশগ্রহন করেন।

এবিএন/তরিকুল ইসলাম/জসিম/রাজ্জাক

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত