শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • মুন্সীগঞ্জে জাতীয় পাট দিবস-২০১৭ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা

মুন্সীগঞ্জে জাতীয় পাট দিবস-২০১৭ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা

মুন্সীগঞ্জে জাতীয় পাট দিবস-২০১৭ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা

মুন্সীগঞ্জ, ০৬ মার্চ, এবিনিউজ : “সোনালী আঁশের সোনার দেশ, পাট পণ্যের বাংলাদেশ” শ্লোগানকে সামনে রেখে মুন্সিগঞ্জে পালিত হল জাতীয় পাট দিবস-২০১৭। জেলা প্রশাসনের সহযোগিতায় জাতীয় পাট দিবস উদযাপন উপলক্ষ্যে আজ সোমবার সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গন থেকে অতিরিক্ত জেলা প্রশাসক জনাব হারুন-অর-রশীদ (সার্বিক, শিক্ষা ও আইসিটি) এর নেতৃত্বে এক বর্ণাঢ্য র‌্যালীর মাধ্যমে এ দিসবটির শুভ সুচনা হয়। র‌্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালেক্টরেট জামে মসজিদের সামনে গিয়ে শেষ হয়। র‌্যালী শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক হারুন-অর-রশীদ (সার্বিক, শিক্ষা ও আইসিটি) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক সায়লা ফারজানা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডিডিএলজি সালেহ মোহাম্মদ মহিউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল রানা, পাট কর্মকর্তা মো. আইয়ুব আলী ও মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোনিয়া হাবীব লাবনী। উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মতিউল ইসলাম হিরু, সদর থানার ওসি মো. ইউনুচ, মিঠু কাজী, দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি মো. রুবেল, ইদ্রাকপুর উচ্চ বিদ্যালয় ও আদর্শ আলিম মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় বক্তারা, পাটজাত দ্রব্যের ব্যবহার বৃদ্ধি ও পলিথিনের ব্যবহার কমিয়ে আনার প্রতি গুরুত্ব আরোপ করেন।

পাট কর্মকর্তা মো. আইয়ুব আলী জানান, পাট আইন ২০১০ প্রণয়ন করা হয়েছে। এ আইনে ৬টি পণ্য (ধান, চাল. গম, ভুট্টা, চিনি ও ইউরিয়া সার) পাটজাত বস্তায় প্যাকেট করা বাধ্যতামূলক। এ আইনের আওতায় আরো একটি খসড়া অনুমোদন পেয়েছে যাতে আরো ১১টি পণ্য (মরিচ, আটা, ময়দা, রসুন, পেয়াজ, আলু, হলুদ, ভূসি ও খুদ) পাটজাত বস্তায় প্যাকেট করতে হবে। কেউ যদি এ আইন ভঙ্গ করে তাকে ১বছরের কারাদন্ড ও ৫০ হাজার টাকা অর্থদন্ড করা হবে। সে যদি ২য় বার একই অপরাধ করেন পুনরায় এ শাস্তির দ্বিগুণ শাস্তি পাবে। তিনি আরো বলেন, আমরা মোবাইল কোর্ট পরিচালনা করে বা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ আইনের শাস্তি প্রদান করে থাকি।

এবিএন/আতিকুর রহমান টিপু/জসিম/স্বপ্না

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত