![মাদারীপুরে জাতীয় পাট দিবস ২০১৭ পালিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/03/06/jute-relye-2_65692.jpg)
মাদারীপুর, ০৬ মার্চ, এবিনিউজ : ‘সোনালী আঁশের সোনার দেশ পাটপন্যোর বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে আজ সোমবার সকালে মাদারীপুরের জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় পাট দিবস উপলক্ষে র্যালী ও স্থানীয় এমএম হাফিজ মেমোরিয়াল পাবলিক লাইব্রেরীতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত র্যালীতে প্রশাসনের সাথে একযোগে অংশগ্রহন করে মাদারীপুরে হায়দার কাজী জুট মিলস(প্রাঃ) লিমেটেডের কর্মকর্তা, শ্রমিক এবং জেলার পাট চাষীরা। এবং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক কামাল উদ্দিন বিশ^াস, মাদাররীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, মাদারীপুর অতিরিক্ত জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী, সদর উপজেলা নির্বাহী অফিসার শফিউর রহমান, জেলার মূখ্য পরিদর্শক পাট অদিদপ্তর নজরুল ইসলাম খান, মাদারীপুর চেম্বার অফ কর্মাস এন্ড ইন্ডাস্টিজের সভাপতি বাবুল চন্দ দাস, হায়দার জুট মিলসের প্রতিষ্ঠাতা আলহাজ্ব কাজী হায়দার হোসেন, পরিচালক কাজী সাত্তার সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এবিএন/সাব্বির হোসাইন আজিজ/জসিম/রাজ্জাক