![এইচএসসি পরীক্ষা সামনে রেখে নড়াইলে চলছে অশ্লীল নৃত্য](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/03/07/norail@abnews_65769.jpg)
নড়াইল , ০৭ মার্চ , এবিনিউজ :নড়াইলের লোহাগড়ায় লক্ষীপাশা আদর্শ বিদ্যালয় ও লক্ষীপাশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের আর্থিক সাহাযার্থে মাসব্যাপী কুটির শিল্প বানিজ্য মেলা ও লোকনাট্য সার্কাস প্রদর্শনীর অনুমোদন থাকলেও অদৃশ্য ইশারায় সেখানে চলছে অশ্লীল নাচের আসর।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, রবিবার (৫ মার্চ) লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ের মাঠে এ প্রদর্শনীর উদ্বোধনী রজনিতে লোকনাট্যের পরিবর্তে চলেছে যুবতি মেয়েদের অশ্লীল নৃত্য। সেখানে দর্শনার্থীদের মধ্যে একটি বড় অংশ রয়েছে উঠতি বয়সের স্কুল ও কলেজগামী শিক্ষার্থী। ফলে ওই এলাকার শিক্ষার্থীদের পড়ালেখার ব্যাঘাত ও নৈতিক চরিত্রের চরম অবক্ষয়ের আশঙ্কা রয়েছে। এলাবাবাসীর অভিযোগ এইচএসসি পরীক্ষা সামনে রেখে কর্তৃপক্ষের এহেন আয়োজন শিক্ষার পরিবেশকে চরম ভাবে বাঁধাগ্রস্থ করবে।
আয়োজকদের সাথে কথা বলে জানা গেছে, স্থানীয় দুইটি মাধ্যমিক বিদ্যালয়ের আর্থিক সাহায্যার্থে ৩ মার্চ থেকে ২৩ দিনের জন্য বানিজ্য মেলা ও লোকনাট্য সার্কাস প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
দর্শনার্থী মো. কামাল বলেন, ভেবেছিলাম বহুদিন পর উপজেলার প্রাণকেন্দ্রে পরিবার পরিজন নিয়ে বানিজ্য মেলায় সার্কাস দেখব। কিন্তু এখানে এসে যা দেখলাম তা পরিপূর্ণ অশ্লীলতায় ভরা।
সচেতন নাগরিক মঞ্চ (সনাম) লোহাগড়ার সাধারণ সম্পাদক অধ্যাপক বেলাল সানি বলেন,“লোকনাট্য আমাদের সংস্কৃতির একটি বড় অংশ। বানিজ্য মেলা ও লোকনট্য প্রদর্শনীর মাধ্যমে যে কোন প্রতিষ্ঠানের আর্থিক সহযোগীতা আমাদের দেশে নতুন কিছু নায়। কিন্তু এর অন্তরালে অশ্লীল নৃত্য ও বেহায়াপনার ছয়লাব ঘটলে যুব সমাজের অবক্ষয় অবশ্যম্ভাবী।
কথা হয় নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলামের সথে। তিনি বলেন, “বানিজ্য মেলা ও লোকনাট্যের অন্তরালে কোন অবস্থাতেই অশ্লীল নৃত্য চলতে দেওয়া হবে না”।
এ বিষয়ে জেলা প্রশাসক হেলাল মাহামুদ শরীফ বলেন, “অশ্লীল নৃত্য প্রদর্শনীর বিষয়টি আমার জানা নেই। আপনার কাছ থেকে প্রথম শুনলাম। আমরা লোক পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিব”।
এবিএন/সৈয়দ খাইরুল আলম/জসিম/নির্ঝর