![মাইক্রো পদ্মায় তলীয়ে গেলেও বেঁচে গেলেন বিদেশ ফেরত যাত্রী ও তার সঙ্গী](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/03/07/pic-23-02-2017-3@„bmwhy_65782.jpg)
মুন্সিগঞ্জ , ০৭ মার্চ , এবিনিউজ : শিমুলিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় ডুবে যাওয়া গাড়িটিও উদ্ধার করা হয়েছে । গাড়ীতে থাকা একবিদেশ ফেরতযাত্রী ও তার সংগী । বি আই ডব্লিউ টিসির শিমুলিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক খন্দকার শাহ মো. খালেদ নেওয়াজ জানান, আজ মঙ্গলবার ভোর ৪টায় শিমুলিয়া-কাওড়াকান্দি নৌপথে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।“সকাল ৯টার দিকে কুয়াশা কেটে গেলে আবার চালু হয় ফেরিগুলো।”ফেরি বন্ধ থাকায় দুই পারে দুই শতাধিক যান আটকা পড়ে বলে তিনি জানান।এদিকে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় তলিয়ে যাওয়া মাইক্রোবাসটি উদ্ধার করা হয়েছে।বি আই ডব্লিউ টিসি কর্মকর্তা খালেদ বলেন, সকাল ৬টার দিকে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে শিমুলিয়ার ৩ নম্বর রোরো ঘাটের একটি পকেট দিয়ে পদ্মায় তলিয়ে যায়। ঘটনার পর থেকে ওই পকেটটি অচল হয়ে পড়ে। তবে ঘাটের অন্য দুটি পকেট চালু থাকে।“সকাল ৯টার দিকে বি আই ডব্লিউ টিসির রেকার দিয়ে গাড়িটি টেনে তোলা হলে ওই পকেটটি আবার চালু হয়।”কারে থাকা দুই যাত্রী সাঁতরে বেরিয়ে আসতে পেরেছেন জানিয়ে তিনি বলেন, “মাইক্রোবাসের চালক বেরিয়ে এসে পালিয়ে গেছেন। মাইক্রোবাসে ওই তিনজনই ছিলেন।”মাইক্রোবাসটি ঢাকার বিমানবন্দর থেকে ফরিদপুরের ভাঙ্গা যাচ্ছিল বলে তিনি জানান।মাওয়া পুলিশ ফাঁড়ির এটিএসআই আব্দুর রাজ্জাক বলেন, স্বপন ম-ল (৫০) নামে এক কুয়েত প্রবাসী শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর তাকে নিয়ে তার খালাত ভাই রবিন ম-ল (৪৫) ফরিদপুরেরর ভাঙ্গার উদ্দেশে রওনা হন।“ফেরিতে ওঠার জন্য মাইক্রোবাস পন্টুনে উঠে আরেক পকেটে পার্কিং করার সময় পদ্মায় পড়ে যায়। পরে জানালা খুলে বেরিয়ে আসেন দুই আরোহী ও চালক বেঁচে যান অলৈকিকভাবে।”গাড়িটি উদ্ধারের পর তারা তাদের মালপত্র বুঝে নিয়ে গন্তব্যের উদ্দেশে রওনা হয়েছেন বলে তিনি জানান।
এবিএন/ আতিকুর রহমান টিপু/জসিম/নির্ঝর