শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে সরকারি খালে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে সরকারি খালে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে সরকারি খালে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন

মুন্সীগঞ্জ, ০৮ মার্চ, এবিনিউজ : টঙ্গীবাড়ী উপজেলার বাঁলিগাও গৌরগঞ্জ খালের মধ্যে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন চলছে। এতে হুমকির মুখে পড়েছে বাজারের খেয়া ঘাটটি।সরেজমিনে গিয়ে দেখা গেছে উপজেলার বাঁলিগাও বাজারের পশ্চিম পাশে সরকারি খালের মধ্যে ড্রেজার বসিয়ে বাজারের পূর্ব পাশে মুরাদ মুন্সীর একটি বিশাল পুকুর মোটা অংকের টাকার বিনিময়ে ভরাট করছে স্থানীয় বালুদস্যুরা ।

বালু উত্তোলনকারী সিন্ডিকেটটি কোন নিয়ম-নিতির তোয়াক্কা না করে প্রায়ই এই খালের যত্রতত্র ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে আসছে। এতে সরকার বিপুল পরিমান রাজস্ব হতে বঞ্চিত হচ্ছে।নাম প্রকাশে অনিচ্ছুক বালিগাঁও বাজার কমিটির এক সদস্য জানান, বালু উত্তোলনকারীরা যেভাবে বালু কাটছে তাতে বালিগাওঁ বাজারসহ ওই বাজারের খেয়া ঘাটটি হুমকির মুখে পরেছে।আমরা বালু উত্তোলনকারীদের ওই স্থান হতে বালু কাটতে নিষেধ করলেও তারা আমাদের কথার কোন কর্নপাত করছে না। এই ব্যাপারে বালু ব্যাবসায়ী সোহেলের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান আমাকে বলে লাভ নেই সব কিছু চেয়ারম্যান জানেন। স্থানীয় বালিগাও ইউপি চেয়ারম্যান মো. জুলহাস এর মুঠো ফোনে একাধিকবার ফোন করলেও তাকে পাওয়া যায়নি । এলাকাবাসী জানান, লৌহজং উপজেলার হাজার হাজার লোক প্রতিদিন বাজারের পশ্চিম পাশের বৃটিশ আমলের খেয়া ঘাটটি দিয়ে পারাপার হয়। বালু দস্যুরা যেভাবে বালু কাটছে তাতে দুই উপজেলার পাড়াপাড়ের খেয়া ঘাটটি যে কোন মুহুর্তে বিলীন হয়ে যেতে পারে। এই ব্যাপারে টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকতা শহিদুল হক পাটোয়ারী জানান, ইতিমধ্যে ড্রেজার সড়িয়ে নেওয়ার জন্য নেটিশ দেওয়া হয়েছে।

এবিএন/আতিকুর রহমান টিপু/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত