![সেনবাগে প্রভাবশালী মহলের তৈরি দেয়ালে অবরুদ্ধ অসহায় মুক্তিযোদ্ধা পরিবার](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/03/08/senbag-map_66030.jpg)
সেনবাগ (নোয়াখালী), ০৮ মার্চ, এবিনিউজ : সেনবাগ উপজেলার ৬ নং কাবিলপুর ইউনিয়নে ৭ নং ওয়ার্ডে এক অসহায় ও গরীব মুক্তিযোদ্ধা পরিবার কে ইটের দেয়াল তুলে অবরুদ্ধ করে রেখেছে স্থানীয় প্রভাবশালী একটি মহল। ঘটনাটি ৬ নং কাবিল পুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের হোবন আলী দরবেশ বাড়িতে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অন্যায় ভাবে এ পরিবারকে দেয়াল তুলে অবরুদ্ধ করে রেখেছে একই এলাকার আবদুর রহমান সওদাগর বাড়ির আবদুর রহমান সওদাগরের পুত্র স্থানীয় প্রভাবশালী ব্যক্তি দুলাল আহমেদ। পরিবার টি যেনো বের হতে না পারে সে জন্য প্রাচীর তুলে রেখেছেন এই প্রভাবশালী ব্যক্তি।
এ সময় মুক্তিযোদ্ধা পরিবারটি আইন ও সালিশ কেন্দ্রের দারস্ত হলে প্রাচীরটি ভেঙ্গে চলাচলের জায়গা করে দেয়ার নির্দেশ দেয়া হয়। কিন্তু যতই নির্দেশ আসুক না কেন প্রভাবশালী দুলাল মিয়া প্রতিবারের মতো অর্থ ব্যাবহার করে নির্দেশ অমান্য করে আসছে। অন্যদিকে অসহায় ও দারিদ্র মুক্তিযোদ্ধা পরিবার টি গ্রীষ্মকালে কোনো রকম দেয়ালের উপর দিয়ে কিংবা বাড়ির পিছনের নালা দিয়ে চলা ফেরা করে কিন্তু বর্ষা কালে নালায় প্রচুর পরিমান পানি হয়ে যাওয়ায় চলাফেরায় খুবই কষ্ট হয়। বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে সবচেয়ে বেশি সমস্যা হয়।এ ব্যাপারে মুক্তিযোদ্ধা সহধর্মিণী, বিবি জয়গুন জানান-আমরা প্রথমে ইউপি চেয়ারম্যানের দারস্ত হয়েছি কয়েক বছর আগে।
বিষয়টি চেয়ারম্যানের মাধ্যমে সেনবাগ থানার ইউএনও রাশেদুল ইসলামের কাছে যায়। এরপর ওনি সরেজমিনে এসে ভূমি সংক্রান্ত কানুনগো সমিতির কর্মকর্তাদের পাঠান তদন্তের জন্য। কিন্তু ঐ কর্মকর্তারা সরেজমিনে না এসে প্রভাবশালী দুলাল থেকে অর্থের বিনিময়ে ভুল রিপোর্ট প্রদান করেন। আমরা গরিব তাই আর কিছুই করতে পারিনি। এ সময় বৃদ্ধা কান্না কণ্ঠে জানান, তার স্বামী মুক্তিযোদ্ধা হোবন আলী দরবেশ এ সংক্রান্ত বিষয় নিয়ে টেনসন করে মারা যান।
মারা যাওয়ার পরে ওনার লাশ টি পর্যন্ত আমরা বের করতে পারিনি প্রাচীরের কারনে। বর্ষাকালে প্রায় কোমর পরিমাণ পানির মধ্যে নালা দিয়ে লাশ নিয়ে কোনো মতে দাফন করি। এ সময় তিনি স্থানীয় এমপি ও জেলা প্রশাসকের সাহায্য কামনা করেন। এ ব্যাপারে কাবিলপুর ইউনিয়ন চেয়ারম্যান বাহার মুঠো ফোনে জানান, আমি নতুন নির্বাচিত হয়েছি। আমি যেহেতু ব্যাপারটি জানলাম বর্তমান নতুন নিযুক্ত মহিলা ইউএনও দ্বারা সমস্যাটি সমাধান করার চেষ্টা করবেন বলে আশ্বাস দেন।
এবিএন/ফিরোজ আলম ভূঞা/জসিম/রাজ্জাক