![মাদারীপুরে অনুর্দ্ধ-১৮ জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবল খেলা উপলক্ষে সংবাদ সম্মেলন](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/03/08/jela-kriya-press-meet_66051.jpg)
মাদারীপুর, ০৮ মার্চ, এবিনিউজ : মাদারীপুরে জাতীয় অনুর্দ্ধ ১৮, ফুটবল চ্যাম্পিয়নশীপ উপলক্ষে । গত বুদবার বিকাল ৫টায় আসমত আলী খান ষ্টেডিয়ামে মাদারীপুর জেলা ক্রীড়া সংস্থার সহযোহিতায় সংবাদ সম্মেলনের আয়োজন করে মাদারীপুর জেলা ফুটবল এসোসিয়েশন।
বাংলাদেশ ফুটবর ফেডারেশনের উদ্দেগে খেলায় স্বাগত মাদারীপুর জেলা সহ মোট আট টি দল অংশগ্রহন করবে, গ্রুপ এ ও গ্রুপ বি। উদ্বোধন খেলা শুরু হবে আগামী কাল আসমত আলীখান স্টেডিয়াম (মাদারীপুর) বেলা ২টায়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ওবাইদুর রহমান খান কালু, মাদারীপুর জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারন সম্পাদক গোলাম কবির, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কোচ মাহাবুল আলম (পলক), মাদারীপুর জেলা ক্রীড়া সংস্থার সহ-সাধারন সম্পাদক জনাব ত্রিনাথ দাস, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ন সাধারন সম্পাদক জামিল হোসেন মনির, জেলা ক্রীড়া সংস্থার সদস্য শহিদুজ্জামান সুরুজ, নাজিম উদ্দিন বাবু, মুশফিক নবীন সহ প্রমুখ।
এবিএন/সাব্বির হোসাইন আজিজ/জসিম/রাজ্জাক