![বরগুনায় আন্তর্জাতিক নারী দিবস পালিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/03/08/barguna_66075.jpg)
বরগুনা, ০৮ মার্চ, এবিনিউজ : র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে বরগুনায় আন্তর্জাতিক নারী দিবস পালিত। এ উপলক্ষে আজ বুধবার সকালে বরগুনা জেলা শিল্পকলা একাডেমি থেকে একটি বর্ণাঢ্য র্যালী শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমিতে শেষ হয়। পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মেহেরুন নাহার মুন্নির সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নুরুজ্জামান।
এ সময় অন্যানে মধ্যে উপস্থিত ছিলেন, সহকারি পুলিশ সুপার মোঃ নাজমুল ইসলাম, ফারিয়ালারা ফাউন্ডেশনের জেলা সমন্বয়ক চিত্তরঞ্জন শীল, জেলা মহিলা পরিষদের সাধারন সম্পাদিকা এ্যাডভোকেট সেলিনা আক্তার, উপকুলীয় নারী উন্নয়ন সংগঠন জাগোনারীর প্রধান নির্বাহী হোসনে আরা হাসি, নারী নেত্রী কাজল রাণী দাস প্রমূখ। জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে দিবসটি পালন করা হয়েছে।
এবিএন/তরিকুল ইসলাম/জসিম/রাজ্জাক