শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • শরীয়তপুরে দিনব্যাপী লার্নিং এন্ড আর্নিং মেলার উদ্বোধন

শরীয়তপুরে দিনব্যাপী লার্নিং এন্ড আর্নিং মেলার উদ্বোধন

শরীয়তপুরে দিনব্যাপী লার্নিং এন্ড আর্নিং মেলার উদ্বোধন

শরীয়তপুর, ০৯ মার্চ, এবিনিউজ : ‘আমরা হবো জয়ী আমরা দুর্বার, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আইসিটি হবে হাতিয়ার’ এই প্রত্যয়ে শরীয়তপুরে দিনব্যাপী লার্নিং এন্ড আর্নিং মেলা চলছে। বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য মন্ত্রনালয়ের সচিব শ্যাম সুন্দর সিকদার প্রধান অতিথি হিসেবে আজ বৃহস্পতিবার দুপুরে শরীয়তপুর জেলা প্রশাসক কার্যালয় চত্বরে মেলার উদ্বোধন করেন। জেলা প্রশাসক মো: মাহমুদুল হোসাইন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার, লার্নিং এন্ড আর্নিং ডেভলপমেন্ট প্রকল্পের পরিচালক তপন কুমার নাথ। মেলায় আইসিটি বিষয়ক ৪০ টি স্টল বসেছে।

বিশেষ অতিথির বক্তব্যে প্রধানন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) ও এ-টুআই প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দ্বিতীয় দফায় ক্ষমতায় এসে বাংলাদেশকে ডিজিটাল রাষ্ট্র হিসেবে ঘোষণা দিয়েছিলেন। মাত্র কয়েক বছরের ব্যবধানে প্রধানমন্ত্রীর নেতৃত্বে আজ আমরা বিশ^ দরবারে মাথা উঁচু করে একটি ডিজিটাল দেশের নাগরিক হিসেবে পরিচয় বহণ করতে সক্ষম হয়েছি।

প্রধান অতিথির বক্তব্যে সচিব শ্যাম সুন্দর সিকদার বলেন, গত বছর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ সফরে এসে আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আইসিটি উন্নয়ন দেখে বিস্মিত হয়েছেন। তিনি বাংলাদেশ সফর শেষে ভারতে প্রত্যাবর্তন করে তার মন্ত্রী পরিষদকে নির্দেশ দিয়েছেন, ভারতকেও আমরা বাংলাদেশের ন্যায় ডিজিটাল ভারতে পরিণত করতে চাই। ভারতের মত বৃহত্তর রাষ্ট্রও আজ বাংলাদেশকে আইসিটি ক্ষেত্রে অনুকরণ করছে। শেখ হাসিনার প্রাজ্ঞ নেতৃত্বে আইসিটিতে অভাবনীয় সাফল্যের সারা বিশে^ সুনাম কুড়িয়েছে।

এবিএন/কাজী নজরুল ইসলাম/জসিম/রাজ্জাক

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত