![পর্দা উঠলো ওয়ালটন মিডিয়া কাপ ব্যাডমিন্টনের](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/03/09/mida@cup_66268.jpg)
ঢাকা, ০৯ মার্চ, এবিনিউজ: পর্দা উঠলো ওয়ালটন মিডিয়া কাপ ব্যাডমিন্টনের। বঙ্গবন্ধু স্টেডিয়াম কমপ্লেক্সে শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে আজ বৃহস্পতিবার ওয়ালটন মিডিয়া কাপ ব্যাডমিন্টন-২০১৭ উদ্বোধন করা হয়।
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হলো ওয়ালটন এলইডি টিভি মিডিয়া কাপ ব্যাডমিন্টন-২০১৭। বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু স্টেডিয়াম কমপ্লেক্সে শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন সমকাল সম্পাদক গোলাম সারওয়ার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টুর্নামেন্ট পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের অপারেটিভ ডিরেক্টর এফ এম ইকবাল-বিন আনোয়ার ডন, বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের জেনারেল সেক্রেটারি মো. গোলাম আজিজ জিলানি ও বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির সভাপতি মোস্তফা মামুন। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে দেশের ক্রীড়ামোদী সাংবাদিকদের পাশাপাশি মিডিয়া ও বিনোদন অঙ্গনের তারকারা উপস্থিত ছিলেন। তৃতীয়বারের মতো আয়োজিত তিনদিন ব্যাপী এই টুর্নামেন্ট চলবে আগামী ১১ মার্চ পর্যন্ত।
টুর্নামেন্টের উদ্বোধনকালে সমকাল সম্পাদক গোলাম সারওয়ার বলেন, ‘এক সাথে এতো সংবাদকর্মীকে ব্যাডমিন্টনের মাঠে দেখে নিজেকে অনেক বেশি তরুণ মনে হচ্ছে। এ ধরনের আয়োজন অবশ্যই ক্রীড়াজগতে মহতী ভূমিকা পালন করবে। পাশপাশি, তরুণদের খেলাধুলায় অনুপ্রাণিত করবে। এ ধরনের আয়োজন বারবার হওয়া উচিত।’
ওয়ালটন গ্রুপের অপারেটিভ ডিরেক্টর এফএম ইকবাল-বিন আনোয়ার ডন বলেন, খেলাধুলাকে যতবেশি জনপ্রিয় করা যাবে তত বেশি সুন্দর হবে বাংলাদেশ। ক্রীড়াখাতের পৃষ্ঠপোষকতায় এগিয়ে আসার জন্য অন্যান্য কর্পোরেট হাউসগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি টুর্নামেন্টের সাফল্য কামনা করেন।
ওয়ালটন এলইডি টিভি মিডিয়া কাপ ব্যাডমিন্টন-২০১৭ এ দেশের গণমাধ্যমের প্রথম সারির ২৩টি প্রতিষ্ঠানের সংবাদ কর্মীরা অংশ নিচ্ছেন। উদ্বোধনী দিনে অনুষ্ঠিত হয় মেনস সিঙ্গেলস ও মেনস ডাবলস ইভেন্টের প্রথম রাউন্ডের খেলা।
এবিএন/মমিন/জসিম