শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

ফেনীতে নারী গ্রাম পুলিশকে ধর্ষণ : ধর্ষক আটক

ফেনীতে নারী গ্রাম পুলিশকে ধর্ষণ : ধর্ষক আটক

ফেনী, ০৯ মার্চ, এবিনিউজ : ফেনীর মোহাম্মদ আলী বাজারে এক নারী গ্রাম পুলিশ ধর্ষিত হয়েছে। এই ঘটনায় শহীদুল ইসলাম সবুজ (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার বিকালে ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের জোয়ার কাছাড় এলাকা থেকে তাকে আটক করা হয়। জানা যায়, মঙ্গলবার বিকালে ফেনীর শর্শদী ইউনিয়ন পরিষদ থেকে কাজ শেষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোহাম্মদ আলী বাজারে কাপড় কিনতে যায় ওই নারী গ্রাম পুলিশ। ফেরার পথে হঠাৎ বৃষ্টি শুরু হলে তিনি একটি বন্ধ দোকানের সামনে আশ্রয় নেন।

এসময় শহীদুল ইসলাম সবুজ একা পেয়ে ওই নারী গ্রাম পুলিশকে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায ধর্ষিত ওই নারী বাদী হয়ে ফেনী মডেল থানায় মামলা দায়ের করেন। ফেনী মডেল থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা শাখাওয়াত হোসেন ধর্ষণের অভিযোগে একজনকে আটকের সত্যতা নিশ্চিত করেন।

এবিএন/মোহাম্মদ ইসমাইল/জসিম/রাজ্জাক

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত