![হবিগঞ্জ বিসিক শিল্পনগরীতে মবিল কারখানায় অগ্নিকান্ড](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/03/09/agnikando_66282.jpg)
হবিগঞ্জ, ০৯ মার্চ, এবিনিউজ : হবিগঞ্জ শহরতলীর বিসিক শিল্পনগরীতে একটি মবিল কারখানায় অগ্নিকান্ডে কারখানার যন্ত্রাংশসহ মবিল তৈরীর সরঞ্জাম পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সাভিসের ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রনে আনে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বৈদুতিক সর্টসার্কিট থেকে হবিগঞ্জ শহরতলীর ধুলিয়াখাল বিসিক শিল্পনগরীতে অবস্থিত প্রমিনেন্ট লুব নামে একটি মবিল কারখনায় আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যেই আগুন কারখানার চারদিকে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট এক ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে। প্রাথমিকভাবে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে কারখানা কর্র্তৃপক্ষ জানিয়েছেন।
এবিএন/মো: নুরুজ্জামান ভূইয়া/জসিম/রাজ্জাক