শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • হবিগঞ্জে পুরাতন খোয়াই নদীর পূর্ণাঙ্গ সীমানা চিহ্নিতকরণ

হবিগঞ্জে পুরাতন খোয়াই নদীর পূর্ণাঙ্গ সীমানা চিহ্নিতকরণ

হবিগঞ্জে পুরাতন খোয়াই নদীর পূর্ণাঙ্গ সীমানা চিহ্নিতকরণ

হবিগঞ্জ, ০৯ মার্চ, এবিনিউজ : হবিগঞ্জ শহরস্থ পুরাতন খোয়াই নদীর পূর্ণাঙ্গ সীমানা চিহ্নিতকরণ, অবৈধ দখল-স্থাপনা অপসারণ ও ওয়াকওয়ে নির্মাণের দাবিতে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ শাখা ও খোয়াই রিভার ওয়াটারকিপার। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ সফিউল আলম এর হাতে এ স্মারকলিপি তুলে দেয়া হয়।

স্মারকলিপিতে বলা হয় বাপা, খোয়াই রিভার ওয়াটারকিপারসহ পরিবেশবাদী সংগঠনের দীর্ঘ আন্দোলনের প্রেক্ষিতে বিগত ২০১৪ সালে জেলা প্রশাসনের উদ্যোগে পুরাতন খোয়াই নদীর সীমানা নির্ধারণের কাজ শুর” হয়। কিন্তু নদীটির একাংশের সীমানা চিহ্নিত করে এক পর্যায়ে স্থগিত হয়ে যায়।

পুরাতন খোয়াই নদীর পূর্ণাঙ্গ সীমানা চিহ্নিতকরণ না হওয়ার ফলে নদীর সকল অংশের উভয় পাড়ে দখল ও অবৈধ স্থাপনা তৈরির প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়া বর্তমানে খোয়াই এর দুই তীরে অবৈধ দখল, দূষণের মাত্রা আশংকাজনক হারে বৃদ্ধি পেয়েছে। স্মারকলিপিতে হবিগঞ্জ শহরের সুস্থ পরিবেশের জন্য পুরাতন খোয়াই নদীর অবৈধ দখল উচ্ছেদ, পূর্ণাঙ্গ সীমানা নির্ধারণ, খনন ও ওয়াকওয়ে নির্মাণ করে সৌন্দর্য বর্ধনের দাবি জানানো হয়েছে।

বাপা হবিগঞ্জ শাখার সভাপতি অধ্যাপক মোঃ ইকরামুল ওয়াদুদ এর নেত্রীত্বে স্মারকলিপিতে প্রদানকালে উপস্থিত ছিলেন বৃন্দাবন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ আব্দুল মুক্তাদির, খোয়াই রিভার ওয়াটারকিপার ও বাপা জেলা সম্পাদক তোফাজ্জল সোহেল, প্রকৌশলী আব্দুল মুনিম চৌধুরী বুলবুল, বাপা সদস্য এ্যাডভোকেট বিজন বিহারী দাস, আসমা খানম হ্যাপী, মাহমুদ ইকবাল সুমন, ওসমান গণি রুমি প্রমুখ। স্মারকলিপি গ্রহণকালে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ সফিউল আলম পুরাতন খোয়াই নদী উদ্ধারে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।

এবিএন/মো: নুরুজ্জামান ভূইয়া/জসিম/রাজ্জাক

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত