![ফেনীতে আনসার সদস্যকে কুপিয়ে হত্যা](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/03/10/feni@abnews_66319.jpg)
ফেনী, ১০ মার্চ, এবিনিউজ : ফেনীর ফুলগাজীর বদরপুর সীমান্তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলাকালে মাদক ব্যবসায়ীরা হামলা চালিয়েছে। এ সময় নওশাদ আলী নামের এক আনসার সদস্যকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে হামলাকারীরা। ধারালো অস্ত্রের কোপে আহত হয়েছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানাসহ ১০ জন।
এ ঘটনার পর থেকে নিখোঁজ রয়েছেন পুলিশের এক সোর্স। তবে তার নাম পাওয়া যায়নি। আহত ম্যাজিস্ট্রেট জেলা সদর হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। গত বুধবার রাতে এই হামলার ঘটনা ঘটে। এদিকে হামলাকারীরা নিহত আনসার সদস্যের লাশ বিএসএফের হাতে তুলে দেয়। গতকাল বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে দ্বিতীয় পতাকা বৈঠকে মরদেহটি ফেরত দিয়েছে বিএসএফ।
পুলিশ, বিজিবি ও এলাকাবাসী সূত্র জানায়, রাত সাড়ে ৮টার দিকে ফেনী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানার নেতৃত্বে পুলিশ ফুলগাজী উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের বদরপুর সীমান্তের মুসলিমপাড়া (খানাবাড়ী) এলাকায় অভিযান চালায়। এ সময় মাদক ব্যবসায়ীরা ছুরি-চাপাতি নিয়ে পুলিশের উপর হামলা করে। আত্মরক্ষার্থে পুলিশ ১৪ রাউন্ড গুলি ছোড়ে। এতে কয়েকজন মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হন বলে জানা গেছে।
আহত ম্যাজিস্ট্রেট সোহেল রানা জানান, মাদক ব্যবসায়ীরা পুলিশের উপর হামলা চালালে আত্মরক্ষার্থে পুলিশ গুলি ছোড়ে। পুলিশ ও আনসার সদস্যদের বাঁচাতে গেলে মাদক ব্যবসায়ীরা তাকে কুপিয়ে আহত করেন। তার হাত, বাহুসহ শরীরের বিভিন্ন অংশে কোপ লাগে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল সরওয়ার জাহান জানান, ভ্রাম্যমাণ আদালতের সদস্যরা রাতের আঁধারে মাদক ব্যবসায়ীদের ধরার জন্য ভুল করে জিরো পয়েন্টে চলে গেলে সেখানে মাদক ব্যবসায়ী ও অনুপ্রবেশকারীরা তাদের ওপর হামলা চালালে এই হতাহতের ঘটনা ঘটে। ঘটনার পরপরই রাতে সীমান্ত এলাকায় পতাকা বৈঠকের ব্যবস্থা করা হলে বিএসএফ বিজিবিকে জানায়, ময়নাতদন্ত শেষে পরবর্তী পতাকা বৈঠকে পর আনসার সদস্যের মরদেহ ও আহত পুলিশ সোর্সকে (নিখোঁজ) ফেরত দেওয়া হবে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
এবিএন/মমিন/জসিম