শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

বরগুনায় ১২ পিস ইয়াবাসহ ৬ যুবক আটক

বরগুনায় ১২ পিস ইয়াবাসহ ৬ যুবক আটক

বরগুনা, ১০ মার্চ, এবিনিউজ : বরগুনায় ১২ পিস ইয়াবা ট্যাবলেট সহ ছয় যুবককে আটক করেছে পুলিশ। এই ছয় যুবক সাউন্ডবক্সের মধ্যে লুকিয়ে রেখেছিল এই ১২ পিস ইয়াবা। গতকাল বৃহষ্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে পরে আটককৃত ছয় যুবক থেকে দূর্জয় নামে একজনকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ সূত্র জানায়, বৃহষ্পতিবার বিকেল সাড়ে ৪ টার দিকে বরগুনা সদর উপজেলার ৬ নম্বর বুড়িরচর ইউনিয়নের পুরাকাটা এলাকা থেকে ওই ৬ জনকে আটক করে পুলিশ। সদর থানার এসআই বশির গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান। কুয়াকাটায় ঘুরতে যাওয়া ওই যুবকদের কাছে ব্যাগের মধ্যো থাকা গান শোনার সাউন্ডবক্সের স্ক্রু খুলে ভিতরে ১২ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

বরগুনা পুলিশ সুপার বিজয় বসাক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জিজ্ঞাসাবাদের পর একজনকে আটক রেখে বাকিদেরকে ছেড়ে দেওয়া হয়েছে।

এবিএন/মমিন/জসিম

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত