![নড়াইলের লোহাগড়ায় পানিতে ডুবে দুই ভাইবোনের মৃত্যু](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/03/10/panite-dube@abnews_66335.jpg)
নড়াইল, ১০ মার্চ , এবিনিউজ :নড়াইলের লোহাগড়ায় পুকুরে ডুবে আপন চাচাতো দুই ভাইবোনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে উপজেলার ইতনা ইউনিয়নের রাধানগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুই শিশু হলো রজব আলী বিশ্বাসের ছেলে আরাফাত (৪) এবং মিরাজুল বিশ্বাসের মেয়ে ফাবিয়া (৫)। দুই পরিবারই মৎস্যজীবী। প্রতিবেশি আজিম শেখ জানান, সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির পাশের পুকুরে ওই দুই ভাইবোন গোছল করতে যায়। এক ঘণ্টায়ও তারা ফিরে না এলে পরিবারের লোকজন খোঁজকরতে থাকেন। পরে এলাকার লোকজন দুপুর ১২টার দিকে ডুবন্ত অবস্থায় তাদের পুকুর থেকে উদ্ধার করেন। এরপর তাঁদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়াহয়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক মো. মহিউদ্দিন জানান, হাসপাতালে আনার এক ঘণ্টা আগে তাঁদের মৃত্যু হয়েছে।
এবিএন/সৈয়দ খায়রূল আলম/জসিম/নির্ঝর