শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

চুয়াডাঙ্গায় ট্রাক্টর চাপায় শিশু নিহত

চুয়াডাঙ্গায় ট্রাক্টর চাপায় শিশু নিহত

চুয়াডাঙ্গা, ১০ মার্চ, এবিনিউজ : চুয়াডাঙ্গার দামুড়হুদায় ট্রাক্টর চাপায় এক শিশু নিহত হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইছানুল হক (১২) ঠাকুরপুর পশ্চিমপাড়ার আব্দুস সাত্তারের ছেলে। আশাদুল ঠাকুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল সে।

ওসি আবু জিহাদ জানান, সকালে বাড়ি থেকে বাইসাইকেল চালিয়ে কার্পাসডাঙ্গার দিকে যাচ্ছিল ইছানুল।

পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর চাপা দিলে গুরুতর আহত হয় ইছানুল । পরে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

দুরর্ঘটনার পর ট্রাক্টরটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানান তিনি।

এবিএন/মমিন/জসিম

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত