![সিলেটের বিয়ানিবাজারে ট্রাক চাপায় নিহত ৪](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/03/10/sylhet-road-accident_66391.jpg)
সিলেট, ১০ মার্চ, এবিনিউজ : সিলেটের বিয়ানীবাজার এলাকায় ট্রাকের চাপায় সিএনজি অটোরিকশার ৪ যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছেন আরও ২ জন। নিহতদের মধ্যে তিনজন অটোরিকশার যাত্রী অপরজন অটোরিকশার চালক। আজ শুক্রবার সন্ধ্যা সোয়া ৬টায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন বিয়ানীবাজার থানার ওসি চন্দন চক্রবর্তী জানান।
নিহতদের একজনের নাম সাব্বির ও আরেকজনের নাম দুলাল। তবে অন্য দু’জনের নাম জানা যায়নি। আহতরা সিলেট ওসমানী মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন।
দুর্ঘটনার পর পরই ট্রাক ফেলে চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা ধাওয়া করে গোলাপগঞ্জ উপজেলার রানাপিং বাজার এলাকায় তাকে আটক করেন। এ ঘটনায় বিব্ধুব্ধ জনতা সড়ক অবরোধ করলে সিলেট-বিয়ানীবাজার-জকিগঞ্জ মহাসড়কে যোগাযোগ বন্ধ হয়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে বিয়ানীবাজার থানা পুলিশ ও চারখাই ফাড়ির পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার ও পরিস্থিতি নিয়ন্ত্রণ করা চেষ্টা করেন।
এক প্রত্যক্ষদর্শী জানান, সিলেট থেকে বিয়ানীবাজার যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির একটি ট্রাক সিএনজি অটোরিকশাটিকে (সিলেট থ-১১ ৪৭৭২) চাপা দেয়। এতে ঘটনাস্থলে মারা যান ৩ জন। আর হাসপাতালে নেয়ার পথে দুলাল আহমদ (২৬) নামের এক যুবক মারা যান। তার বাড়ি কানাইঘাট উপজেলার গাছবাড়ি এলাকায়।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, নিহতদের পরিচয় সনাক্ত করার কাজ চলছে। একই সাথে সড়কের অবরুদ্ধ পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। নিহতদের সুরতহাল প্রতিবেদন তৈরী শেষে মরদেহ ময়না তদন্তেরর জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে।
এবিএন/জনি/জসিম/জেডি
সিলেটের বিয়ানীবাজার এলাকায় ট্রাকের চাপায় সিএনজি অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
বিস্তারিত আসছে... - See more at: http://jamunanews24.com/jbn/index.php/show/news/6071/%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6/%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%87%E0%A6%9F/march-10-2017-18:55/%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%87%E0%A6%9F%E0%A7%87-%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%95%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%AA%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B9%E0%A6%A4-%E0%A7%AA#sthash.WujZxbUn.dpuf