![জাজিরা উপজেলা বিএনপির সভাপতি এখনো নিখোঁজ](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/03/10/munshigoang-map_66431.jpg)
মুন্সিগঞ্জ, ১০ মার্চ, এবিনিউজ : বুধবার দুপুরে মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা নদীতে ঝড়ের কবলে পড়ে স্পিডবোট ডুবে ইকবাল সিকদার নিখোঁজ হন। ওই দুর্ঘটনায় আহত এক শিশু ওইদিন হাসপাতালে মারা যায় এবং বৃহস্পতিবার এক নারীর লাশ পাওয়া যায়। তাছাড়া আরেক শিশু নিখোঁজ থাকার কথা জানিয়েছেন মাওয়া নৌপুলিশ ফাঁড়ির এসআই নাজমূল ইসলাম। নৌকার যাত্রী ও স্বজনরা আরও কয়েকজনের মৃত্যুর কথা দাবি করলেও তা কেউ নিশ্চিত করতে পারেনি।
ডুবে যাওয়া স্পিডবোটের যাত্রী বিল্লাল হোসেন বলেন, শিমুলিয়া ফেরি ঘাট থেকে নারী ও শিশুসহ ২৮ জন যাত্রী নিয়ে স্পিডবোটটি শরীয়তপুরের মাঝির ঘাটের উদ্দেশে ছাড়ে। রওনা হওয়ার পাঁচ মিনিট পর একবার স্পিডবোট বিকল হয়ে যায়। এরপর হঠাৎ করে আকাশ কালো হয়ে প্রচ- ঝড় উঠলে স্পিডবোট ২৮ জন যাত্রী নিয়ে উল্টে পানিতে ডুবে যায়। এ সময় ১০/১২ জন যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও বাকিরা নিখোঁজ হয়। তাদের মধ্যে ইকবাল সিকদারও ছিলেন।
ইকবালের ছোট ভাই শাহীন সিকদার বলেন, শিমুলিয়া ঘাট থেকে একটি স্পিডবোটে করে ভাই বাড়িতে আসতে ছিল। পথে স্পিডবোট নষ্ট হওয়ায় দেরি হয়। পরে ঝড়ের কবলে পড়ে স্পিডবোট ডুবে তিনি নিখোঁজ হয়ে যান। নিঁখোজ জ ইকবাল হোসেনের আত্মীয়রা এখনো খুঁজে ফিরছেন তাকে।
এবিএন/আতিকুর রহমান টিপু/জসিম/রাজ্জাক