শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • মুন্সিগঞ্জে সাংবাদিকদের সঙ্গে ব্র্যাকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মুন্সিগঞ্জে সাংবাদিকদের সঙ্গে ব্র্যাকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মুন্সিগঞ্জে সাংবাদিকদের সঙ্গে ব্র্যাকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মুন্সিগঞ্জ, ১০ মার্চ, এবিনিউজ : যৌন হয়রানি, সাইবার বুলিং ও বাল্যবিয়ে নির্মূলকরণে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সাংবাদিকদের সঙ্গে মেজনিন কর্মসূচি অবহিতকরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মুন্সিগঞ্জ জেলার সার্কিট হাউজ সভা কক্ষে প্রেসক্লাবের সভাপতি জনাব রাসেল মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জনাব মোহাঃ হারুন অর রশীদ (সার্বিক, শিক্ষা ও আইসিটি)।

শুভেচ্ছা বক্তব্য রাখেন ব্র্যাকের নারায়নগঞ্জ ও মুন্সিগঞ্জ প্রতিনিধি সরকার হাসান ওইয়াজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা তথ্য কর্মকর্তা মোঃ মনির হোসেন, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মোঃ মতিউল ইসলাম হিরু, মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও মুন্সিগঞ্জ বিক্রমপুরের দৈনিক সভ্যতার আলো পত্রিকার সম্পাদক মীর নাছির উদ্দিন উজ্বল ও প্রবীন সাংবাদিক শেখ আলী আকবর।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ আতিকুর রহমান টিপু, ফারহানা মির্জা বন্যা, বাছির উদ্দিন জুয়েল, মাহাবুব আলম লিটন, জসীম উদ্দিন দেওয়ান, আবু সাঈদ সোহান, ডা: ফরিদুল হাসান ফরিদ, শেখ মোহাম্মদ শিমুল, সাইদুর রহমান টুটুল, ্আব্দুস সালাম, আব্দুর রশীদ, হাজী সেলিম, নজরুল ইসলাম ছোটন, মো: সুজন পাইক, মো: মাসুদ রানা, মো: রুবেল, আবু হানিফ রানা ও ইকবাল হোসেন ইকু প্রমুখ। এ অনুষ্ঠানে প্রায় ৪১ জন সাংবাদিক অংশ নেয়।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, যৌন হয়রানি, বাল্যবিয়ে ও সাইবার বুলিং বর্তমান সমাজের একটি মারাত্মক অবক্ষয়। সমাজের যেকোন প্রত্যন্ত এলাকায় বাল্যবিয়ে ও যৌন হয়রানি হলে সে তথ্য সাংবাদিকদের মাধ্যমে এ তথ্য প্রশাসনের নজরে আসে।

প্রশাসনের কঠোর মনোভাবের ফলে ভ্রাম্যমান আদালত পরিচালনা ও বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রম গ্রহনের ফলে এ সমস্যা আজ অনেকটা কমে আসছে। আমরা সকলের সম্মিলিত উদ্যোগের মাধ্যমে আরো কমিয়ে আনতে চাই। মেয়েদের জন্য সম্পূর্ন নিরাপদ নাগরিকত্ব নিশ্চিত করতে বাল্যবিয়ে, যৌন হয়রানি, সাইবার বুলিং বিষয়ক সচেতনতার সাথে সাথে মেয়েদের নিরাপদ যৌন ও প্রজনন স্বাস্থ্য নিয়েও কাজ করতে হবে। যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়েও ব্যপক প্রচার-প্রচারণা গড়ে তুলতে হবে ও সচেতনতামূলক কর্মকান্ড গ্রহন করতে হবে।

এ বিষয়ে আমাদের পাঠ্যপুস্তকে ও সিলেবাসে ব্যপক কোর্স নেই। যা আছে তা সংক্ষিপ্ত এবং বিদ্যালয়ের শিক্ষকরা তা পাঠদান থেকে এড়িয়ে যান। তিনি বলেন, আমি মনে করি নিরাপদ নাগরিকত্বকে নিশ্চিত করতে যৌন হয়রানি, বাল্যবিয়ে ও সাইবারবুলিং এর সাথে সাথে যৌন স্বাস্থ্য নিয়ে কাজ করতে হবে। আর ব্র্যাক বিশ্বের বৃহত্তম বেসরকারি সংস্থা হিসেবে এধরনের অনেক কাজ করে থাকে। তিনি ব্র্যাককে এ বিষয়ে নতুন করে প্রকল্প গ্রহণের অনুরোধ জানান।

সভায় বক্তারা বলেন, যৌন হয়রানি প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে। সভাপতির বক্তব্যে জনাব রাসেল মাহমুদ বলেন, সকল সাংবাদিকদের সংবাদ পরিবেশনে কৌশলী হতে হবে। সমাজের মোট জনসংখ্যার একটি বিশাল অংশ নারী এবং আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি নারী ফলে সংবাদ প্রকাশে কোন প্রকার বৈষম্য করা যাবে না। এক্ষেত্রে সাংবাদিকদের গুরুত্বপূর্ন ভূমিকা পালন করতে হবে।

বক্তারা আরও বলেন, যৌন হয়রানি প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে। নারী অধিকার ও সম্মান ক্ষুণœ হয় এমন শব্দ ব্যবহার না করার জন্য সকলকে আহ্বান জানান। এছাড়া সহিংসতার ঘটনার ফলো-আপ প্রতিবেদন প্রকাশে গুরুত্বারোপ করা হয়। বক্তারা আরো বলেন, যৌন হয়রানি, সাইবার বুলিং ও বাল্যবিয়ে পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত থাকলেও শিক্ষকদের যথাযথ প্রশিক্ষণ নেই। এ বিষয়ে শিক্ষকদের প্রশিক্ষণ দরকার। সেইসাথে শারীরিক শিক্ষার প্রতি গুরুত্ব আরোপ করেন। মানসিক স্বাস্থ্যের সাথে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন।

বিশেষ অতিথির বক্তব্যে জেলা তথ্য কর্মকর্তা মোঃ মনির হোসেন বলেন, আমাদের সমাজের সব থেকে ভয়াবহ সামাজিক অবক্ষয় নিয়ে কাজ করার জন্য ব্র্যাককে অসংখ্য ধন্যবাদ। আমি মনে করি, ব্যাপক প্রচার প্রচারনার মাধ্যমে গন সচেতনতা সৃস্টির মাধ্যমে আমরা সম্মিলিত ও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সরকারের পাশাপাশি সকলের এ দায়িত্ব পালনে আগ্রহী হতে হবে।

সভায় মেজনিন প্রকল্পের মূল প্রবন্ধ উপস্থাপনা করেন প্রশান্ত কুমার দে, আঞ্চলিক ব্যবস্থাপক (কুমিল্লা অঞ্চল), সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি, ব্র্যাক। গ্রুপ ওয়ার্ক ও মুক্ত আলোচনা পর্ব যৌথ ভাবে পরিচালনা করেন ব্র্যাক প্রধান কার্যালয় থেকে মীর সামসুল আলম, সিনিয়র সেক্টর স্পেশালিস্ট, সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি, ব্র্যাক।

গ্রুপ ওয়ার্ক পর্বে উপস্থিত সাংবাদিকদের দুটি গ্রুপে বিভক্ত করে যৌন হয়রানি, বাল্যবিয়ে ও সাইবার বুলিং প্রতিরোধে সাংবাদিকদের করনীয়, চ্যালেঞ্জ ও সুপারিশ সমূহ পোস্টার পেপারে দলীয় আলোচনার মাধ্যমে লিখে তা উপস্থাপন করা হয় এবং সাংবাদকদের কাছে ব্র্যাকের প্রত্যাশা তুলে ধরা হয়।

স্বাগত বক্তব্য প্রদান করেন সরকার হাসান ওয়াইজ, জেলা ব্র্যাক প্রতিনিধি, মুন্সিগঞ্জ ও নারায়নগঞ্জ। এছাড়া অনুষ্ঠানে ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। ব্র্যাকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন দেবাশীষ হালদার, সেক্টর স্পেশালিস্ট, মেজনিন প্রকল্প, সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি, মোঃ নজরুল ইসলাম, এইচ আর অফিসার, মাহবুবা সিদ্দিকা, জেলা ব্যবস্থাপক, সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি, ফৌজিয়া ইয়াসমিন, জুনিয়র সেক্টর স্পেশালিস্ট, মেজনিন প্রকল্প, সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি, মোঃ রুহুল আমীন, এফ ও, লিগ্যাল এইড, মোঃ আফান আলী, এফ ও, সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি, ব্র্যাক। মতবিনিময় সভার আলোচনা রেডিও পল্লী কন্ঠ ৯৯.২ এফ এম এ সরাসরি প্রচারিত হয়।

উল্লেখ্য নারী ও কিশোরীদের প্রতি সব রকম সহিংসতা, যৌন হয়রানি, সাইবাল বুলিং ও বাল্যবিয়ে নির্মূলকরণে ব্র্যাকের সিইপি কর্মসূচি ‘মেয়েদের জন্য নিরাপদ নাগরিকত্ব’ (মেজনিন) প্রকল্পের মাধ্যমে ছাত্রছাত্রীদের সচেতনতা ও আত্মবিশ্বাস বৃদ্ধি, শিক্ষক, অভিভাবক ও নাগরিক সমাজের সক্রিয় অবস্থান তৈরি এবং সরকারি-বেসরকারি সংস্থার অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে যৌন হয়রানির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে মৌলভীবাজার জেলার ৩০টি স্কুলসহ আরো ১০ জেলায় ৩০০ স্কুলে কাজ করবে। এই কর্মসূচির লক্ষ্য, উদ্দেশ্য, প্রক্রিয়া এবং সহযোগিতার ক্ষেত্র ইত্যাদি বিষয়ে মত বিনিময়ের জন্য গণমাধ্যম প্রতিনিধিদের নিয়ে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

এবিএন/আতিকুর রহমান টিপু/জসিম/রাজ্জাক

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত