শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

নাশকতার আশংকায় বরগুনায় ৫ জামায়াত কর্মী আটক

নাশকতার আশংকায় বরগুনায় ৫ জামায়াত কর্মী আটক

বরগুনা , ১১ মার্চ , এবিনিউজ :বরগুনার আমতলী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড থেকে জামায়াতের বরিশাল বিভাগীয় সমন্বয়কসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে মাদানীনগর হাফেজিয়া মাদরাসা থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আমতলী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ওই মাদরাসায় অভিযান চালানো হয়। এ সময় পাঁচ জামায়াত কর্মীকে আটক করা হয়। এসময় তাদের কাছে থাকা ৮টি মোবাইল ফোন ও একটি জামায়াতের ব্যাক্তিগত রিপোর্টবই জব্দ করা হয়। আটককৃতরা হলেন, খেখুয়ানি গ্রামের বাসিন্দা আব্দুর রশিদ (৪৬), কাউনিয়া গ্রামের বাসিন্দা ও চন্দ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. কামালহোসেন (৪০), আমতলী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মো. আব্দুর রহমান (৪২), বাউফল উপজেলার মদনপুরা গ্রামের বাসিন্দা ও বরিশাল জামায়াতের বিভাগীয় সমন্বয়কারী একেএম ফকর উদ্দিন খান রাজী (৩৫) ও পটুয়াখালীর আউলিয়াপুর গ্রামের বাসিন্দা ও মাদানী নগর মাদরাসার তত্ত্বাবধায়ক মো. নুরুল আমিন (৪০)।

বরগুনা পুলিশ সুপার বিজয় বসাক পিপিএম বলেন, ‘জামায়েতের এই সক্রিয় সদস্যরা বড় ধরনের নাশকতার জন্য বৈঠক করছিল। এ সময় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এবিএন/তরিকুল ইসলাম/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত