শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • বরগুনায় দুর্ণীতি বিরোধী তরুণ সমাজের ব্যতিক্রমী প্রতিবাদ

বরগুনায় দুর্ণীতি বিরোধী তরুণ সমাজের ব্যতিক্রমী প্রতিবাদ

বরগুনায় দুর্ণীতি বিরোধী তরুণ সমাজের ব্যতিক্রমী প্রতিবাদ

বরগুনা, ১১ মার্চ, এবিনিউজ : বরগুনায় শিক্ষার্থীদের দূর্নীতি বিরোধি শপথ অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল সাড়ে ৯টায় সরকারি গার্লস স্কুলে সমাবেশ ও শপথ অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো: নুরুজ্জামান প্রধান অতিথি হিসেবে সমাবেশে শপথ পড়ান।

পরে প্রেসক্লাব চত্বরে মানববন্ধ কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে প্রায় দেড় হাজার শিক্ষার্থী অংশগ্রহন করেন। দুর্ণীতি দমন কমিশন (দুদক) এ কর্মসূচীর আয়োজন করে।বরগুনায় দুর্ণীতি বিরোধী তরুণ সমাজের ব্যতিক্রমী প্রতিবাদ

অনুষ্ঠানে প্রায় দেড়হাজার ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিভাবক মুষ্ঠিবদ্ধ হাত উচিয়ে শপথ নিল দুর্নীতি করবে না, প্রশ্রয় দিবে না। হাজার হাজার মানুষ বরগুনা শহর জুড়ে তাদের সাথে অবস্থান নিয়ে জানালো সংহতি। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল আহসান, বরগুনা আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মামুন-আর-রশিদ, জেলা স্কুলের প্রধান শিক্ষক হাসিনা বেগম, সরকারি গার্লস স্কুলের প্রধান শিক্ষক সৈয়দ আহম্মেদ প্রমুখ।

এবিএন/তরিকুল ইসলাম/জসিম/ইমরান

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত