![তালতলীর ফকিরহাট বাজারে অগ্নিকান্ড ৫টি দোকান ভস্মিভূত](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/03/11/untitled-1 copy_66522.jpg)
বরগুনা, ১১ মার্চ, এবিনিউজ : বরগুনার তালতলী উপজেলার ফকিরহাট বাজারে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় , পুলিশ প্রশাসন ও ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রনে আসলেও ৫টি দোকান সম্পূর্ন পুড়েগেছে।এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ব্যাবসায়ীরা জানান। জানাগেছে, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে বৈদ্যুতির সর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়ে।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা হলেন, আব্দুল খালেক কুটিয়াল মুদি ও মহাজনি ব্যবসায়ী, মোঃ জাফর জাল ও পুইন পাইকারি ব্যবসায়ী, আইউব আলী মুদি দোকান,দুলাল মুদি দোকান ও বাবুল হোটেল ব্যবসায়ী।
সোনাকাটা ইউপি চেয়ারম্যান ফরাজী মো. ইউনুচ জানান, আগ্নিকান্ডে ব্যবসায়ীদের প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে খালেক কুটিয়াল ও তার ছেলে জাফর।
তালতলী থানার অফিসার ইনচার্জ কমলেশ চন্দ্র হালদার বলেন, রাতে অাগুল লাগার খবর পেয়ে আমরা ঘটনা স্থলে পৌছি। ফায়ার সার্ভির আসার আগেই স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হই।
এবিএন/তরিকুল ইসলাম/জসিম/ইমরান