![পদ্মার তীরে হাইটেক পার্ক প্রতিষ্ঠা করা হবে: পলক](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/03/12/palak_66597.jpg)
মাদারীপুর, ১২ মার্চ, এবিনিউজ : তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন , পদ্মা নদীর তীরে শেখ হাসিনা ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি এ্যান্ড হাইটেক পার্ক প্রতিষ্ঠা করা হবে।
এই হাইটেক পার্ক নির্মাণের ফলে আইসিটি নির্ভর অনেক কর্মসংস্থান হবে। পাশাপাশি বিশ্বের আইটি বিশেষজ্ঞরা এখানে এসে আইটি নিয়ে গবেষণা করতে পারবে বলে তিনি জানান। শনিবার দুপুরে মাদারীপুরের শিবচর উপজেলা ও পৌর ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে তিনি এই কথা জানান।
তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক আরো বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত করতে দেশে প্রায় এক লাখ শিক্ষা প্রতিষ্ঠানের চার কোটি শিক্ষার্থীদের জন্য সাড়ে পাঁচ হাজার শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হয়েছে। শিগগিরিই আরো ১৫ হাজার শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হবে। এছাড়া ডিজিটাল শিক্ষায় শিক্ষিত তরুণদের কর্মসংস্থানের জন্য দেশে বিভিন্ন স্থানে ২৮টি আইটি পার্ক স্থাপন করা হচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সংসদীয় দলের সাধারণ সম্পাদক ও অনুমিত হিসাব সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি নূর-ই-আলম চৌধুরী এমপি, নজরুল ইসলাম বাবু এমপি (নারায়ণগঞ্জ-৫) মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মিয়াজ উদ্দিন খান, ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ, জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহম্মেদ মোল্লা প্রমুখ।
এবিএন/জনি/জসিম/জেডি