শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • মুন্সীগঞ্জে টানা বৃষ্টিতে হুমকির মুখে আলু চাষীরা

মুন্সীগঞ্জে টানা বৃষ্টিতে হুমকির মুখে আলু চাষীরা

মুন্সীগঞ্জে টানা বৃষ্টিতে হুমকির মুখে আলু চাষীরা

মুন্সীগঞ্জ, ১২ মার্চ, এবিনিউজ : যখন আলু উত্তোলনের উৎসব পুরোদমে শুরু হবার কথা ঠিক তখনই শুরু হলো বৃষ্টি। লাগাতার ৩দিনের বৃষ্টিতে আলুর জমিতে পানি জমে এখন কৃষকের মাথায় হাত। জেলার ৬টি থানার আধকাংশ জমিতে পানি জমে থাকায় মাঠের আলু এখন হুমকির সম্মুখীন।

মাঠের ঝকঝকে আলুর রং বলাচলে এখন কালচে হয়ে গেছে।অনেক এলাকায় এমন ভাবে পানি জমে আছে যে কৃষক চেষ্ঠা করেও আলু উত্তোলন করতে পারছেনা। ফলে জেলার স্বপ্নের আলু ফসল এখন কৃষকের কস্টের গল্প হয়ে দাড়িয়েছে।

কৃষি সম্প্রসারন সূত্রে জানা যায়, এ বছর জেলায় ৩৯ হাজার ৩শ’ হেক্টর জমিতে আলু চাষ করা হয়েছে।গত মৌসুমে জেলায় ৩৮ হাজার ৫শ’ ৫০ হেক্টর জমিতে আলু চাষ হয়েছিল। উৎপাদন হয়েছিল ১৩ লাখ,৫১ হাজার ১শ’ ২৯ লাখ মেট্রিক টন আলু। এবছর জেলায় কিছু অবস্থাসম্পন্ন কৃষক নিজস্ব পুঁজিতে আলু চাষ করলেও অধিকাংশ কৃষকই ধারদেনা করেই আলু চাষ করেছে। কেউ কেউ মহাজনের কাছ থেকে আগাম কর্জ নিয়েছে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দামে আলু তাদের হাতে তুলে দেবার শর্তে। লাগাতার ৩দিন বৃষ্টির কারণে জেলার কৃষকরা এখন অনেকটাই হতাশ হয়ে পড়েছে।

অন্যদিকে, জেলার হিমাগার মালিকরাও পর্যাপ্ত আলু এবার পাবে কিনা এ আশংকায় রয়েছে। সরেজমিনে মুন্সিগঞ্জ সদর উপজেলার আধারায় গেলে কৃষকদের করুণ চিত্র দেখা যায়। বৃষ্টির কারণে মাঠের অধিকাংশ আলুই ভেসে উঠেছে। অনেক জমিতে জমে আছে পানি। এ অঞ্চলের অন্যতম আলুচাষী হলেন আব্দুল বাসেদ। তিনি এ বছর প্রায় ৯শ’ বিগা জমিতে আলু চাষ করেছেন। কিন্তু বৃষ্টিতে তার অনেক আলুই নষ্ট হয়ে গেছে।

অন্যদিকে, জেলার অন্য উপজেলাগুলোর অবস্থাও একই রকম বলে জানা গেছে। টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল গ্রামের মোহন মিয়াও একই অবস্থার শিকার।ফলে এবছর জেলার আলু চাষীদের দুর্দিন যেন সমাগত। দিনের পর দিন পরিশ্রম করে যখন আলু চাষীদের স্বপ্ন স্পর্শ করার কথা ঠিক তখনই যেন তাদের স্বপ্ন ভাংচুর খেলায় মেতে উঠলো প্রকৃতি।

এবিএন/আতিকুর রহমান টিপু/জসিম/রাজ্জাক

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত