![ফেনীতে শিক্ষার মানোন্নয়নে সভা ও চেয়ারম্যানকে সংবর্ধনা প্রদান](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/03/12/feni-photo_02_12.03.17_66720.jpg)
ফেনী, ১২ মার্চ, এবিনিউজ : ফেনীতে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির আয়োজনে গতকাল শনিবার পিটিআই মিলনায়তনে প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন শীর্ষক এক আলোচনা সভা ও জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরী এবং সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ফেনী-২ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক নিজাম উদ্দিন হাজারী। বক্তব্য রাখেন- সংবর্ধিত জেলা পরিষদের চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন- বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসম্পাদক মহিউদ্দিন খোন্দকার।
বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি ফেনী জেলা শাখার আহ্বায়ক এম সাহাব উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পরশুরাম উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, সোনাগাজী উপজেলা চেয়ারম্যান জেড এম কামরুল আনাম, ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, সোনাগাজী পৌরসভার মেয়র অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন, ফেনী পিটিআই সিনিয়র ইন্সট্রাক্টর মো. ইস্রাফিল।
এছাড়াও বক্তব্য রাখেন- বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি সোনাগাজী শাখার সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ও দাগনভূঞা শাখার সাংগঠনিক সম্পাদক দাউদুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন- সোনাগাজী শাখার সভাপতি মো. হুমায়ুন ও দাগনভূঞা শাখার সভাপতি মো. ইয়াছিন। আয়োজিত সংবর্ধনা সভায় জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শহীদ খোন্দকার, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার খানম রুনা, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ইউছুপ, জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য মাহবুবুল হক লিটন, সালেহ আহম্মদ হায়দার, গিয়াস উদ্দিন বিএ, ফারুক হোসেন, ওমর ফারুক, মহিলা সদস্য লায়লা জেসমিন বড় মনি, রাবেয়া আক্তার রাবু, খোদেজা খানম শাহীন, শিক্ষক নেতৃবৃন্দসহ জেলার বিভিন্ন উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।
এবিএন/ইসমাঈল হোসেন/জসিম/রাজ্জাক