![সেনবাগ উপজেলা ছাত্রলীগের আনন্দ মিছিল](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/03/13/senbag news pic 12-3-17_66779.jpg)
সেনবাগ (নোয়াখালী), ১৩ মার্চ, এবিনিউজ : নোয়াখালীর সেনবাগে আওয়ামীলীগের ঐক্য প্রক্রিয়াকে স্বাগত জানিয়ে ছাত্রলীগের আনন্দ মিছিল।আজ বিকেল সাড়ে ৪টার সময় সেনবাগ উপজেলা ছাত্রলীগ সভাপতি ফিরোজ আলম রিগান ও সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম তানভিরের নেতৃত্বে আনন্দ মিছিল টি সেনবাগ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাজারের জিরো পয়েন্ট চত্বরে পথ সভায় মিলিত হয়।
এ সময় স্হানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোরশেদ আলম,আওয়ামীলীগ নেতা- আতাউর রহমান ভূইয়া মানিক,ড: জামাল উদ্দিন আহমেদ এফসিএ,আলহাজ্ব শওকত হোসেন কানন ও পৌর মেয়র আবু জাফর টিপুর নেতৃত্বে ঐক্য প্রক্রিয়াকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন সভাপতি ফিরোজ আলম রিগান ও সাধারণ সম্পাদক মাজেদুল হক তানভির প্রমূখ নেতৃবৃন্দ।
এবিএন/ফিরোজ আলম ভূঞা/জসিম/ইমরান