![মোটবী ইউনিয়ন ছাত্রলীগের পরিচিতি সভা অনুষ্ঠিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/03/13/motobi@abnews_66804.jpg)
ফেনী , ১৩ মার্চ , এবিনিউজ : গতকাল ১২ মার্চ রবিবার বিকেলে ফেনী সদর উপজেলার ১১নং মোটবী ইউনিয়ন ছাত্রলীগের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। লস্করহাট এসসি লাহা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন মোটবী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাজাহান তারা।
বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মুজিবুল হক সেলিম ও মোটবী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ এলএলবি।
ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শফিকুল আলম এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোশাররফ হোসেন রিয়াদের সঞ্চালনায় সভায় বক্ত রাখেন ফেনী সদর উপজেলা আওয়ামী লীগে যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি ফখরুল ইসলাম, ছাত্রলীগের সাধারন সম্পাদক শেখ আব্দুর শুক্কুর মানিক, ইউনিয়ন যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বদিউল আলম সাইফুল, সদর উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি নাদিম উদ্দিন, সদর উপজেলা ছাত্রলীগের উপ-গন্থনা ও প্রকাশনা সম্পাদক আবুল হোসেন, ইউনিয়ন ছাত্রলীগ সহ সভাপতি রফিকুল ইসলাম অপু প্রমুখ।
পরিচিতি সভায় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামীলীগের সদস্য মদির উদ্দিন টুটুল, ইউনিয়ন যুবলীগ সাধারন সম্পাদক নজরুল ইসলাম লিটন, ৯নং ওয়ার্ড ইউপি সদস্য মোহাম্মদ ইসমাইল, যুবলীগ নেতা জয়নাল আবদিন, নজরুল ইসলামসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
পরিচিতি সভায় কার্যকরী কমিটির ৬১ সদস্যের নেতৃবৃন্দকে রজনীগন্ধা ফুল দিয়ে বরন করে নেন অতিথি বৃন্দ।
এবিএন/মোহাম্মদ ইসমাইল/জসিম/নির্ঝর