শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • হ‌বিগঞ্জে সাংবা‌দিক‌দের সা‌থে প্রাণ-অারএফএল গ্রু‌পের মত‌বি‌নিময় সভা

হ‌বিগঞ্জে সাংবা‌দিক‌দের সা‌থে প্রাণ-অারএফএল গ্রু‌পের মত‌বি‌নিময় সভা

হ‌বিগঞ্জে সাংবা‌দিক‌দের সা‌থে প্রাণ-অারএফএল গ্রু‌পের মত‌বি‌নিময় সভা

হ‌বিগঞ্জ, ১৩ মার্চ, এবিনিউজ : গত তিন বছ‌রে প্রাণ অারএফএল গ্রু‌পের ১৮ হাজার মানু‌ষের কর্মসংস্থান হ‌য়ে‌ছে হ‌বিগঞ্জ ইন্ডা‌স্ট্রিয়াল পা‌র্কে বর্তমান কারখা‌না‌তে ৩৭ টি প্রোডাকশন লাই‌নের মাধ্য‌মে বি‌ভিন্ন ধর‌নের পন্য উৎপাদন করা হ‌চ্ছে। অাজ সোমবার সকা‌লে হ‌বিগঞ্জ ইন্ডা‌স্ট্রিয়াল পা‌র্কে সাংবা‌দিক‌দের সা‌থে এক মত‌বি‌নিময় সভায় প্রান অারএফএল গ্রু‌পের প‌রিচালক (বিপনন) কামরুজ্জামান কামাল এসব তথ্য দেন।

তি‌নি ব‌লেন, অাগামী বছর নাগাদ অারও ৮ থে‌কে ১০টি প্রোডাকশন লাইন কারখানায় যুক্ত হ‌বে। এ‌তে অা‌রো প্রায় ৫ থে‌কে ৭ হাজার লো‌কের কর্মসংস্থান হ‌বে। ফ‌লে অাগামী বছর এই কারখানার কর্মী সংখ্যা ২৫ হাজার হ‌বে। এ সময় তি‌নি অা‌রো জানান, ২০১৪ সা‌লে কারখানার উৎপাদন শুরু হয়।কারাখানাটি তে ৮০ভাগ লোক স্থানীয় বা‌সিন্দা হি‌সে‌বে কর্মরত অা‌ছে। স্থানীয়রা অগ্রা‌ধিকার ভিত্তিতে কাজ পা‌চ্ছে।

এর ম‌ধ্যে ৫৫ ভাগই নারী। মত‌বি‌নিময় সভায় উপ‌স্থিত ছি‌লেন বাংলা‌দেশ ফেডা‌রেল ইউ‌নিয়‌নের সভাপ‌তি ও একু‌শে টে‌লি‌ভিশনের সিইও মঞ্জুরুল অাহসান বুলবুল। অন্যান্য‌দের ম‌ধ্যে উপ‌স্থিত ছি‌লেন ইন্ডা‌স্ট্রিয়াল পা‌র্কের জেনা‌রেল ম্যা‌নেজার অার এফএল অ্যাড‌মিন ফজ‌লে রা‌ব্বি, সি‌নিয়র ম্যা‌নেজার প্রান অ্যাড‌মিন এহসানুর হা‌বিব ।

প্রাণ অারএফএল গ্রু‌পের ক‌মি‌নিক‌শেন ম্যা‌নেজার জিয়াউল হক সহ কারখানার উধ্বতন কর্মকর্তাবৃন্দ।‌ দে‌শের শীর্য স্থানীয় শিল্প প্র‌তিষ্ঠান প্রাণ অারএফএল গ্রুপ হ‌বিগ‌ঞ্জের ও‌লিপু‌রে ২১৭ একর জায়গায় জু‌ড়ে পার্ক গ‌ড়ে তোলা হ‌য়ে‌ছে। কাখানায় বর্তমানে কা‌ন্ডি, লিকুইড গ্লু‌কোজ, বিস্কুট, ফ্রুট ড্রিংক, বেভা‌রেজ, ই‌লেক‌ট্রিক ক্যাবলস, ফ্যান, মেলাম‌াইন, বাইসাই‌কেল, পি‌ভি‌সি,‌ টেক্সাটাইল, টয়‌লে‌ট্রিজ ও‌ চি‌কিৎসা সামগ্রী বেশ কিছু পন্য উৎপাদন ক‌রে অাস‌ছে।

এবিএন/মোঃ নুরুজ্জামান ভূইয়া/জসিম/রাজ্জাক

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত