শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

মেহেরপুরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৪ খুনি

মেহেরপুরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৪ খুনি

ঢাকা, ১৪ মার্চ, এবিনিউজ : মেহেরপুর সদর উপজেলার নুরপুর মোড়ে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ৪ জন নিহত হয়েছেন। গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, একই উপজেলার সোনাপুর গ্রামের সাদ্দাম হোসেন (২৫), সোহাগ (২৭), রমেশ (২৪) ও কানন (২৫)। নিহতরা সোনপুর গ্রামের জোড়া খুন মামলার আসামি বলে ধারণা করছে পুলিশ।

এ ঘটনায় সহকারী পুলিশ সুপার আহসান হাবীবসহ ৬ পুলিশ সদস্য আহত হয়েছেন।

মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ জানান, রাত আড়াইটার দিকে কিছু সন্ত্রাসীকে ধাওয়া করে পুলিশের একটি দল। নুরপুর মোড়ে পৌঁছালে পুলিশকে লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি ছোড়ে। এ সময় উভয়ের মধ্যে গুলি বিনিময় হয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় ৪ সন্ত্রাসী। এ ঘটনায় সহকারী পুলিশ সুপার আহসান হাবীবসহ ৬ পুলিশ সদস্য আহত হন। আহতদের মেহেরপুর জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। নিহতরা সোনাপুর গ্রামের মজিদ ও আসাদুল হত্যার সঙ্গে জড়িত বলে ধারণা করছে পুলিশ। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এবিএন/ফরিদুজ্জামান/জসিম/এফডি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত