
নড়াইল , ১৪ মার্চ , এবিনিউজ : নড়াইলের লোহাগড়া উপজেলায় ২০ পিচ ইয়াবা ও ২টি রেজিষ্ট্রেশন বিহিন মোটরসাইকেল সহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে লাহুড়িয়া ফাঁড়ি পুলিশ। গতকাল সন্ধ্যা ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে লাহুড়িয়ার মাগুরা বাসস্ট্যান্ডে মাদক বিরোধী বিশেষ অভিযানের সময় তাদের ইয়াবাসহ আটক করা হয়।
পুলিশ সুত্রে জানা যায়, লাহুড়িয়া ফাঁড়ি ইনচার্জ নজরুল ইসলাম, এস.আই শফিক আহম্মেদ ও এস.আই সঞ্জিত জোয়াদ্দার গোপন সংবাদের ভিত্তিতে আমরা লাহুড়িয়ার মাগুরা বাসস্ট্যান্ডে মাদক বিরোধী অভিযানের সময় মোটরসাইকেলে আসা ৪জনকে তল্লাশি করে তাদের কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়। তাদের দেহ ও গাড়ি তল্লাশি করতে চাইলে তারা আমাদেরকে চ্যালেঞ্জ করে পালিয়ে যাওয়া চেষ্টা করে। তাদের আটক করার পর স্থানীয় প্রভাবশালী নেতাগণ তাদের হেফাজতে নেওয়ার চেষ্টা চালালে আমরা তৎক্ষনাৎ তাদের থানায় চালান করি।
আকটকৃত ব্যক্তিরা হলেন, মিঠাপুর নখখালী গ্রামের বক্কার মিয়ার ছেলে ওবাইদুর (৩৫), লাহুড়িয়া ডহরপাড়ার বুলু মিয়ার ছেলে মাহাবুর রহমান (২৮), ব্রহ্মনীনগরের মৃত ইব্রাহিম বিশ্বাস এর ছেলে ইখতিয়ার, লাহুড়িয়া পশ্চিমপাড়ার ফুলমিয়ার ছেলে টিটুল (২০)।
এ বিষয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ৪ জনের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে এবং মোটরসাইকেল আলামত হিসাবে জব্দ করা হয়েছে।
এবিএন/মোঃ জাহাঙ্গীর শেখ/জসিম/নির্ঝর