![দূর্যোগপূর্ন পরিবেশে মানুষের পাশে দাঁড়ানো মহৎ কাজ: আজিজ আহাম্মদ চৌধুরী](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/03/14/feni-red-creasent@abnews_66941.jpg)
ফেনী, ১৪ মার্চ , এবিনিউজ : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহ-শিক্ষা কার্যক্রমের আওতায় তিনদিন ব্যাপী রেড ক্রিসেন্ট মৌলিক ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ শেষে গতকাল সোমবার দুপুরে ফেনী সদর উপজেলার বালিগাঁও উচ্চ বিদ্যালয়ে সনদ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা পরিষদ ও রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান আজিজ আহাম্মদ চৌধুরী। রেড ক্রিসেন্ট ফেনী ইউনিটের আয়োজনে বালিগাঁও উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও রেড ক্রিসেন্ট ইউনিট ফেনী জেলা শাখার কার্যনির্বাহী কমিটির সদস্য শুসেন চন্দ্র শীলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা পরিষদ সদস্য আবুল কালাম আজাদ, বালিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক বাহার, রেড ক্রিসেন্ট ফেনী জেলা ইউনিটের সহকারী পরিচালক আলাউদ্দিন পাটোয়ারী ও বালিগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম।
যুব রেড ক্রিসেন্ট ফেনী জেলা ইউনিটের জনসংযোগ ও পরিকল্পনা বিভাগের প্রধান হাসান রাব্বীর সঞ্চালনায় বক্তব্য রাখেন রেড ক্রিসেন্টের যুব প্রধান রফিকুল ইসলাম রবিন, প্রশিক্ষক সায়েমা আহমেদ চৌধুরী ও প্রশিক্ষনার্থী বিবি আমেনা। অনুষ্ঠানে ৫৩ জন প্রশিক্ষণার্থী, বালিগাঁও উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, পরিচালনা পর্ষদ সদস্য, জনপ্রতিনিধি ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে উপস্থিত অতিথিবৃন্দ প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র তুলে দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি আজিজ আহাম্মদ চৌধুরী বলেন, রেড় ক্রিসেন্টের সদস্যরা দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সবসময় আতœ মানবতার সেবায় কাজ করে। দূর্যোগপূর্ন পরিবেশে মানুষের পাশে দাঁড়ানো একটি মহৎ কাজ। প্রশিক্ষণার্থীদের এই সনদ জীবনকে এগিয়ে নিবে। বাঙ্গালী জাতি এগিয়ে চলছে, এগিয়ে যাবে। মানবিক দৃষ্টি নিয়ে কাজ করে পরবর্তী প্রজন্মের জন্য নতুন প্রজন্মকে দায়িত্ব নিতে হবে। জাতির জনকের নেতৃত্বে মহান স্বাধীনতা অর্জন করেছে তার সুযোগ্য কণ্যা শেখ হাসিনার নেতৃত্বে চমৎকার উন্নয়ন কাজ হচ্ছে। ফলে জাতি তার প্রত্যাশিত পথে এগিয়ে যাচ্ছে। সৃস্টির সেরা জীব হচ্ছে মানুষ আর সৃষ্টিকর্তাকে পেতে হলে অবশ্যই মানবসেবা করতে হবে। সেবা মানবজীবনের একটি আদর্শ গুন। যুবনেতা শুসেন চন্দ্র শীলের মানব সেবায় গৃহিত পদক্ষেপ যুব সমাজের জন্য অনুপ্রেরনা হয়ে থাকবে।
এবিএন/মোহাম্মদ ইসমাইল/জসিম/নির্ঝর