শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

লৌহজংয়ে নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

লৌহজংয়ে নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

মুন্সীগঞ্জ, ১৪ মার্চ, এবিনিউজ : মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা নদীর পাড় থেকে ৫ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ৫শত ৮০ কেজি পলিথিন জব্দ করেছে কোস্টগার্ড। ১৩ মার্চ সোমবার উপজেলার শিমুলিয়া ২ নং ঘাট এলাকার পদ্মা নদীর পাড় থেকে এগুলো জব্দ করা হয়। কোষ্টগার্ড কন্টিজেন্ট কমান্ডার (মাওয়া) মো. ইব্রাহিম খলিলের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।লৌহজংয়ে নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

কোস্টগার্ড কন্টিজেন্ট কমান্ডার (মাওয়া) মো. ইব্রাহিম খলিল জানান, সোমবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে নিষিদ্ধ কারেন্ট জাল ও ৫শত ৮০ কেজি পলিথিন শিমুলিয়া ২নং ফেরী ঘাট থেকে পদ্মা পারাপারের প্রস্তুতি নিচ্ছিল। একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড সদস্যরা মাওয়া পদ্মানদীর পাড়ে অভিযান চালিয়ে এগুলো জব্দ করে। এ সময় কাউকে আটক করা যায়নি।

মঙ্গলবার বেলা ১০ টার দিকে উপজেলা মৎস্য অফিসার মো. ইদ্রিশ তালুকদারের উপস্থিতিতে মাওয়া এলাকা সংলগ্ন পদ্মা নদীর পাড়ে জব্দকৃত কারেন্ট জালগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। অন্যদিকে নিষিদ্ধ পলিথিনগুলো পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। দেশের মৎস্য সম্পদ বাঁচাতে তাদের এ অভিযান অব্যাহত থাকবে বলে উপজেলা মৎস কর্মকর্তা জানান।

এবিএন/আতিকুর রহমান/জসিম/ইমরান

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত